পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসক ও নার্সদের কোরোনা রিপোর্ট নেগেটিভ, স্বস্তি পাহাড়ে - Kurseong

চিকিৎসকসহ নার্সদের সোয়াব টেস্ট নেগেটিভ, আজ থেকে পাহাড়ে খুলছে বন্ধ হওয়া দুই ওষুধের দোকান ।

ছবি
ছবি

By

Published : May 10, 2020, 9:56 AM IST


দার্জিলিং, 10 মে : কার্সিয়াঙের চিকিৎসক ও 2 নার্সের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরল পাহাড়ে । স্বভাবতই যে দু'টি ক্লিনিকে রোগী দেখেছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক, আজ থেকে খুলে যাচ্ছে ওই দুই ওষুধের দোকানও । গতকাল এনিয়ে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন GTA চেয়ারম্যান অনিত থাপা ।

কলকাতা থেকে শিলিগুড়িতে বাসে করে আসা চিকিৎসক দলের মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক চিকিৎসকের COVID-19 পজ়িটিভ পাওয়া যায় । এরপরেই ওই বাসে আসা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারানটিনে পাঠায় স্বাস্থ্য বিভাগ । কিন্তু, কোয়ারানটিনে যাওয়ার আগে কলকাতা থেকে কার্সিয়াং ফিরে ক্লিনিকে বসেন এক চিকিৎসক । রোগীও দেখেন । বিষয়টি জানাজানি হতেই ওই ওষুধের দোকান দু'টি বন্ধ করে কর্মীদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় GTA-র তরফে । চেয়ারম্যান নিজে গিয়ে ওই ওষুধের দোকান বন্ধ করেন । এবার ওই চিকিৎসকের রিপোর্ট নেগেটিভ আসায় হাঁফ ছেড়ে বাঁচলেন কার্সিয়াংবাসী ।

এদিকে কোরোনা থেকে সুরক্ষার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উন্নতমানের 290 টি মাস্ক GTA-র তরফে কার্সিয়াং হাসপাতালে বিতরণ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details