ঝাড়গ্রাম, 21 অগস্ট: এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাড়ি দিচ্ছে হাতির দল । আর তার জেরেই যান চলাচল ব্যাহত হয়ে পড়ল কলকাতা-মুম্বই 6 নম্বর জাতীয় সড়কে । সোমবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত লোধাশুলি রেঞ্জের মোহনপুর বাস স্টপেজের কাছে এই দৃশ্য দেখা গিয়েছে ৷ যেখানে মোহনপুরের জঙ্গল থেকে শাবক-সহ 60 থেকে 70টি হাতির একটি দল জাতীয় সড়ক পেরতে থাকে ৷ এরপর তারা লোধাশুলির জঙ্গলে ঢুকে পড়ে । হাতির দল জাতীয় সড়ক পারাপারের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় সেখানে । রাস্তায় সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷ মোবাইল ফোন বের করে সকলে ভিডিয়ো করতে থাকে গজরাজের ৷
শ্যামসুন্দর মাহাতো নামের এক গ্রামবাসী বলেন ,"আমাদের এই এলাকার জঙ্গলে হাতি এখন স্থায়ীভাবে থাকে । আগে একটা সময়ে হাতি আসতো তারপর ঝাড়খণ্ডের দলমায় ফিরে যেত । কিন্তু এখন হাতি সারা বছরই থাকছে । ফলে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাতায়াতের সময় কখনও জাতীয় সড়ক কখনও রাজ্য সড়ক থেকে পারাপার করছে তারা । যার জেরে মাঝেমধ্যেই যান চলাচল ব্যাহত হচ্ছে ৷"