পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Wall Painting Replaces Vote: রাস্তা না থাকায় ভোট বয়কট, পঞ্চায়েতের মুখে লোধা শবরদের গ্রামের দেওয়ালে শুধুই রঙিন চিত্র

রাস্তা নেই, তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন লোধা শবর অধ্যুষিত লালবাজার গ্রামের বাসিন্দারা ৷ তাই কে প্রার্থী তাঁরা কিছুই জানেন না ৷ পঞ্চায়েত ভোটের মুখে এই গ্রামের দেওয়ালে শুধুই দেখা মিলছে রঙিন চিত্রের ৷

Wall Painting Replaces Vote
Wall Painting Replaces Vote

By

Published : Jun 26, 2023, 7:45 PM IST

পঞ্চায়েতের মুখে লোধা শবরদের গ্রামের দেওয়ালে শুধুই রঙিন চিত্র

ঝাড়গ্রাম, 26 জুন: ভোট কবে জানেন না গ্রামবাসীরা ! কোন দলের থেকে কে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাও জানেন না গ্রামের কেউ । ভোট বয়কটের ডাক দিয়েছেন লালবাজার গ্রামের লোধা শবর সম্প্রদায়ের মানুষজন । একদিকে যখন বিভিন্ন গ্রামে জোরকদমে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলছে, দেওয়াল লিখন, মিছিল বা পথসভা হচ্ছে, তখন লালবাজার গ্রামে দেখা গেল অন্য ছবি । দেওয়াল জুড়ে রয়েছে শুধুই রঙিন চিত্র, নেই কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখন ।

ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতে রয়েছে লালবাজার গ্রামটি । লালবাজারে মূলত লোধা শবর পরিবারের বাস । পর্যটকদের কাছে এই গ্রাম খোয়াবগাঁ নামে পরিচিত । চলচ্চিত্র অ্যাকাডেমির ছোঁয়ায় বদলে গিয়েছে লালাবাজার । প্রতিটি মাটির বাড়ির দেওয়ালজুড়ে আঁকা রয়েছে পশু পাখির চিত্র, মানুষের জীবনযাত্রার চিত্র, নানা মনীষীর চিত্র ও রামায়ণের ছবি । যা দেখার জন্য প্রতি বছর দূরদূরান্ত থেকে বহু পর্যটক বেড়াতে আসেন খোয়াবগাঁয় ।

এই চিত্রগুলি গ্রামের পুরুষ, মহিলাদের সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরাও আঁকে । গ্রামে 42টিরও বেশি ভোটার রয়েছেন । তাঁরা সকলে মিলে আবার রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন । তাই গ্রামজুড়ে নেই কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখন । কদমকানন থেকে ডিয়ার পার্ক যাওয়ার রাস্তা দিয়ে কিছুটা এগোলেই ডান দিকের লালাবাজার যাওয়ার মোরামে রাস্তা ছিল । কিন্তু সেখানে পুলিশ লাইন তৈরি হওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায় । প্রশাসন বিকল্প রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিলেও লালবাজার গ্রামে রাস্তা তৈরি হয়নি এখনও । কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের । তাই রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছেন লালবাজার গ্রামের বাসিন্দারা ।

আরও পড়ুন:অযোধ্যায় ভোট বয়কটের ডাক, অস্বস্তিতে তৃণমূল

গ্রামবাসী ষষ্ঠীচরণ আহির, লতিকা মাহাতরা বলেন, "কবে নির্বাচন, নির্বাচনে কে দাঁড়িয়েছে আমাদের বুথে, আমরা কিছু জানি না । আমাদের গ্রামের অনেকেই জানেন না । আমরা ভোট দিতে যাব না বলে কোনও খোঁজ রাখিনি । আমাদের বেরনোর কোনও রাস্তা নেই । প্রশাসন রাস্তা তৈরির আশ্বাস দিয়েছিল, কিন্তু রাস্তা হয়নি । তাহলে আমরা ভোট দিয়ে কী করব । আমরা ভোট দিয়ে থাকি একটি সরকার গঠন করার জন্য, কিন্তু সরকার যেখানে আমাদের কথা ভাবছে না সেখানে আমরা ভোট কাকে দেব । তাই আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে ভোট বয়কটের ডাক দিয়েছি ৷"

গ্রামে কোনও রাজনৈতিক দলের দেওয়াল লিখন নেই । সেই প্রসঙ্গে গ্রামবাসীরা বলেন, "আমাদের এখানে দেওয়াল জুড়ে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে । যার জন্য দূর-দূরান্তের বহু পর্যটক বেড়াতে আসেন ৷ তাই কোনও বছরই কোনও রাজনৈতিক দলকে দেওয়াল লিখন করতে দেওয়া হয় না ৷"

ABOUT THE AUTHOR

...view details