পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Message to Kurmis: মণিপুরের মতো আদিবাসী ও কুড়মিদের মধ্যে জাতিদাঙ্গা বাধাতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার - কুড়মি

Mamata Banerjee's Message to Kurmis: আদিবাসীদের সঙ্গে লড়াই না করে কুড়মিদের নিজেদের ভাষা ও সংস্কৃতিকে আরও উন্নত করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, আদিবাসী ও কুড়মিরা সবাই ভালো থাক, এটাই তাঁর উদ্দেশ্য ৷

Mamata Message to Kurmis
মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Aug 9, 2023, 5:38 PM IST

ঝাড়গ্রাম, 9 অগস্ট:মণিপুরের মতো বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্যে জাতিদাঙ্গা বাধাতে চাইছে ৷ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কুড়মি ও আদিবাসীদের লড়াই না করে নিজেদের মতো করে ভালো থাকার আহ্বান জানিয়েছেন তিনি ৷ কারও কোনও সমস্যা হলে তা নিয়ে অবরোধ বা ঘেরাওয়ের রাজনীতি না করে, সরকারের সঙ্গে তা নিয়ে আলোচনার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি এ দিন বলেন, তাঁর সঙ্গে বৈঠক করে ভারত জাকাত মাঝি পারগনা বলেছে যে, তারা আর বিক্ষোভ আন্দোলনের পথে যাবে না ৷

এসটি তকমার দাবি-সহ নানা দাবিতে বেশ কিছুদিন ধরে কুড়মিদের বিক্ষোভ আন্দোলনের সাক্ষী হয়েছে রাজ্য ৷ হয়েছে রেল ও পথ অবরোধ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সময় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে চালানো হয়েছে আক্রমণ ৷ সেই কুড়মিদের ক্ষোভ প্রশমনে সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঝাড়গ্রাম সফরে গিয়ে তিনি বৈঠক করেছেন কুড়মি সমাজের সঙ্গে ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে কুড়মি নেতাদের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশংসা ৷ এরপর বুধবার ঝাড়গ্রামে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কুড়মিদের উদ্দেশে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷

তিনি এ দিন বলেন, "আমি কুড়মিদের পক্ষে, আমি আদিবাসী ভাইবোনেদের পক্ষে ৷ তফশিলি জাতি ও উপজাতিদের পক্ষে । আমি গোর্খাদের পক্ষে আমি শিখদের পক্ষে । কাল আদিবাসী জাকাত মাঝি পারগনার লোকেরা এসেছিলেন কথা বলতে ৷ আপনারা আমার উপর আস্থা রাখুন, যা যা দরকার আমি করে দেব । চিন্তা করবেন না ।"

এ দিন কুড়মিদের বিক্ষোভ-আন্দোলনের থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

তিনি বলেন, "আমি কুড়মি ভাইবোনেদের বলেছি, আপনাদের ভাষাকে আপনারা উন্নত করুন । আপনাদের সংস্কৃতিকে আপনারা উন্নত করুন । কিন্তু আদিবাসী আর কুড়মিদের মধ্যে বিজেপি চাইছে জাতিদাঙ্গা বাধাতে, মণিপুরের মতো ৷ আমি বলব, আপনারা কখনও সেভাবে লড়াই করবেন না । আপনি আপনার মতো থাকুন । আদিবাসীরা আদিবাসীদের মতো থাকবেন । সবাই যেন ভালো থাকে । সেটাই আমাদের দেখার লক্ষ্য ।"

মমতার কথায়, "একটা দেশলাই জেলে আগুন লাগানো খুব সহজ । কিন্তু আগুন নেভানো খুব কঠিন । আগুন একবার জ্বলে গেলে সেই আগুন নেভে না । ওরা খুনের রাজনীতি করছে, রক্তের রাজনীতি করছে । আমি এই রাজনীতি চাই না । আমায় বিশ্বাস করেন ? যদি বিশ্বাস করেন মনে রাখবেন, যেখানে যার যা মূল্য আমি তা দিই । কুড়মিদের বলি, আপনাদের অ্যাকাডেমি করে দিয়েছি ৷ আপনারা আপনাদের পড়াশোনাকে বাড়ান । আপনিও একদিন আপনাদের পড়াশোনায় স্বীকৃতি পাবেন । আপনাদের সম্প্রদায়কে ডেভলপ করুন ।"

আরও পড়ুন:শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখার বার্তা দিয়েও কুড়মি নেতাদের মুখে মমতার প্রশংসা

ABOUT THE AUTHOR

...view details