পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee meets Kurmi Leaders: শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখার বার্তা দিয়েও কুড়মি নেতাদের মুখে মমতার প্রশংসা

বর্তমানে ঝাড়গ্রাম সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি কুড়মি আন্দোলনকারী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকের পর তাঁর প্রশংসা করেন কুড়মি নেতারা ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুড়মি ও আদিবাসী নেতৃত্ব

By

Published : Aug 8, 2023, 8:19 PM IST

Updated : Aug 8, 2023, 10:58 PM IST

কুড়মি নেতার বক্তব্য

ঝাড়গ্রাম, 8 অগস্ট: "আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে চলবে । আমরা জাতি সত্ত্বার আন্দোলন করছি ৷ আমরা রাজ্যের শত্রু নই, কেন্দ্ররও শত্রু নই । আমরা আমাদের দাবি পূরণের জন্য সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি । দাবি না-পূরণ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।" মঙ্গলবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়েছেন কুড়মি সংগঠনের নেতারা ৷ একইসঙ্গে বেশকিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসংশাও শোনা গিয়েছে তাঁদের মুখে ৷

পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম জেলা সফরে মঙ্গলবার ঝাড়গ্রামে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং কুড়মি সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের প্রশংসা শোনা গিয়েছে জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি সামাজিক সংগঠনের নেতৃত্বদের মুখে ।

এদিন প্রথমে আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর তিনি কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী নাগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন:12 দিন পর হাসপাতাল থেকে মুক্তি, বুধেই বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য

বৈঠক শেষে কুড়মি সমাজ পশ্চিমবঙ্গ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন, "প্রথমত আমরা ওনার সঙ্গে দেখা করে উনি যে আমাদের করম পরবের পূর্ণ দিবসের ছুটি দিয়েছেন তার জন্য উনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম । কুড়মি জাতির যে এসটি তালিকার অন্তর্ভুক্ত করার দাবি সেই বিষয়ে উনার সঙ্গে আলোচনা করলাম ৷ যাতে আমাদের 73 বছরের বঞ্চনার দূর হয়। আমাদের সমাজের একাধিক উন্নয়ন বিষয় প্রসঙ্গে ওনার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে । আমাদের সামাজিক যে জাতিসত্তার দাবিটি রয়েছে, সেই প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। উনি কুড়মালি ভাষার স্বীকৃতি দিয়েছেন, কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছেন এবং করম পরবের পূর্ণ ছুটি ঘোষণা করেছেন সেটার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করলাম ।"

কুড়মিদের এসটি তালিকাভুক্তির বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য এদিন সংগঠনটির তরফে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান হয়েছে ৷ রাজেশ মাহাতো আরও বলেন, "মুখ্যমন্ত্রী কুড়মিদের জন্য যা করেছেন তার জন্য আমরা উনাকে ধন্যবাদ জানিয়েছি । অনেক কিছু করেছেন উনি, কুড়মিদের জন্য যা আগে কোন রাজ্য সরকার করেনি ৷" অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা তথা জেলা নেতৃত্ব ঢাঙ্গা হাঁসদা বলেন,"আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে । আমরা মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিভিন্ন জেলায় সাঁওতালি মাধ্যমের বিদ্যালয় ও কলেজ চালু করার জন্য জানিয়েছি । বিভিন্ন কাজের ক্ষেত্রে সাঁওতাল সহ এসটিদের উনি সহযোগিতা করবেন এবং আমরা উনাকে সহযোগিতা করব। ঝাড়গ্রাম জেলার জন্য উনি যেভাবে কাজ করেছেন তার জন্য আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি । ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে একটি করে সাঁওতালি মডেল স্কুল তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি । এখানে জাহের থান তৈরি করা হবে তার পাশাপাশি যে সমস্ত এসটিদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বন্ধ রয়েছে তা ইতিমধ্যেও চালু করা হবে ।"

আরও পড়ুন:‘মাথা হেঁট করতে গিয়ে, সানগ্লাসটা পড়ে না যায়’, রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্যর

মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম পৌছান মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স এদিন রাত্রি যাপন করবেন তিনি এবং আগামিকাল আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন । এদিন ঝাড়গ্রামে পৌঁছেইঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে আদিবাসীদের সামাজিক সংগঠনের নেতৃত্ব এবং কুড়মি সামাজিক সংগঠনের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সামনে লোকসভা নির্বাচন, তার আগেই জঙ্গলমহলের সামাজিক সংগঠন গুলিকে তৃণমূলের পক্ষে আস্থাশীল রাখার জন্যই মুখ্যমন্ত্রীর এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।

Last Updated : Aug 8, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details