ঝাড়গ্রাম, 30 অগস্ট:ফের পূর্ণবয়স্ক হাতি মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্রামে । তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর । শুক্রবার ভোরে ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের জুয়ালভাঙ্গার জঙ্গল সংলগ্ন এলাকায় হাতি মৃত্যুর ঘটনাটি ঘটে ৷ একটি বরবটি চাষের জমিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা । এরপরেই হাতি মৃত্যুর বিষয়টি জানানো হয় বনদফতরকে । এই খবর জানাজানি হতেই হাতি দেখার জন্য জুয়ালভাঙ্গা, ভাওদা-সহ বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষজন ভিড় জমান সেখানে।
জুয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা প্রিয়রঞ্জন মাহাতো ও শ্যামাপদ পাত্র বলেন, "খাবারের সন্ধানে প্রতিনিয়ত রাত হলেই গ্রামে হানা দিচ্ছে হাতির দল ৷ ধানচাষের জমি এবং সবজি ক্ষেত তছনছ করে দিচ্ছে । বনদফতরকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না । আজ সকালে দেখি বরবটি চাষের জমির কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে ৷" জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ৷ ছোট ছোট দলে ভাগ হয়ে তারা এই কাজ করছে । ঝাড়গ্রাম বনদফতর সূত্রে খবর, মঙ্গলবার ঝাড়গ্রাম বন বিভাগের অধীনে 109টি হাতি ছিল। বনদফতরের এক আধিকারিক বলেন, "কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে ৷"