বনপ্রতিমন্ত্রীকে তদন্তের আওতায় নিয়ে আসার দাবি দিলীপের ঝাড়গ্রাম, 4 মে: দু'হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরেই শাসকদলকে কোণঠাসা করতে আসরে নেমে পড়েছে বিজেপি ৷ বৃহস্পতিবার নাম না করে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে তদন্তের আওতায় এনে জবাবদিহি করার দাবি জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়োজনে এইদিন বিজেপির নয়াগ্ৰাম বিধানসভার কর্মীদের নিয়ে গোপীবল্লভপুরের একটি বেসরকারি অতিথিশালায় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করে বিজেপি । সেই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ ৷ একাধিক বিষয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের সমালোচনা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, "যত চাকরি হয়েছে দু-নম্বরি হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা নেওয়া হয়েছে। বেআইনি ভাবে টাকা নিয়ে পার্টির লোককে ঢোকানো হয়েছে। সেই সমস্ত তথ্য সামনে আসছে । মন্ত্রীকেও এর মধ্যে আনা উচিত, তাঁকেও এক্ষেত্রে জবাবদিহি করতে হবে ।"
গোপীবল্লভপুরে দলের কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বন সহায়ক পদে দু'হাজার চাকরি বাতিল প্রসঙ্গে নাম না করে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে তদন্তের আওতায় এনে জবাবদিহি করার দাবি জানান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । যদিও দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে গোপীবল্লভপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ বলেন, "বনদফতরে যখন নিয়োগ হয়েছিল তখন তিনি (বীরবাহা হাঁসদা) বন প্রতিমন্ত্রী ছিলেন না । দিলীপবাবুর দাবি হচ্ছে যে বন প্রতিমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে । উনি একজন সাধারণ কর্মী ছিলেন কোনও এমএলএ ছিলেন না, কোনও মন্ত্রী ও ছিলেন না। দিলীপ ঘোষ পুরোপুরি মিথ্যা বলছেন ।"
আরও পড়ুন: 2 হাজার বন সহায়ক নিয়োগের তালিকা বাতিলের নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 5 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে নির্মিত একাধিক প্রকল্পের উদ্বোধন করেন দিলীপ ঘোষ । বাগসাই গ্রামের গোপেশ্বর জীউ শিব মন্দিরের নবনির্মিত মুখচালা, মন্দিরের গেট এবং স্থানীয় একটি হাটচালার উদ্বোধন করেন তিনি । এদিনের উদ্বোধনী কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকা বেরা ।