ঝাড়গ্রাম, 14 ডিসেম্বর: শহিদ দিবসের 25 দিন আগেই রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda) লালগড়ের নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি (Netai Shaheed Smriti Raksha Committee)-র উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হল (Birbaha Hansda Expelled from Netai Shaheed Smriti Raksha Committee) । মঙ্গলবার সন্ধ্যায় নেতাইয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি । সেখানে উপস্থিত ছিলেন কমিটির প্রায় 60 জন সদস্য । এদিনের সভায় মূল তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় । প্রথমত, আগামী 7 জানুয়ারি নেতাই শহিদ দিবস পালন । দ্বিতীয়ত, আহতদের চিকিৎসা এবং মামলা সংক্রান্ত আলোচনা এবং তৃতীয়ত, নেতাই গ্রামে সামগ্রিক সুবিধা এবং অসুবিধা সংক্রান্ত আলোচনা ।
এই তিনটি এজেন্ডার উপর ভিত্তি করে এদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নেতাই গ্রাম থেকে শাসকদল তৃণমূলের সংগঠনে কোনও প্রতিনিধি এই মুহূর্তে নেই । নেতাই গ্রামের প্রতিনিধি শাসকদলের সংগঠনে না-থাকায় তাঁরা সুবিধা-অসুবিধার কথা কাকে জানাবেন বলে সভায় প্রশ্ন ওঠে । রাজ্যে ক্ষমতা পালাবদলে অন্যতম নাম নেতাই । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রতিবছর নেতাই শহিদ দিবস পালন করে আসছে । সেখানে তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকতেন ।