পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রামের চার আসনেই তৃণমূল - প্রার্থী দুলাল মূর্মূ

ঝাড়গ্রামের চার আসনেই জয়লাভ তৃণমূলের । পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে নিচু তলার কর্মীদের দূর্নীতির জেরে পায়ের তলায় মাটি সরে গিয়েছিল তৃণমূলের । জঙ্গলমহলে তৃণমূলের পুরোনো মাটি ফিরে পাওয়ার পিছনে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি ম্যাজিকের মতো কাজ করেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের ।

Trinamool is in all seats of Jhargram
ঝাড়গ্রামের চার আসনেই তৃণমূল

By

Published : May 2, 2021, 10:48 PM IST

ঝাড়গ্রাম, 2 মে : জঙ্গলমহলে পুরোনো মাটি ফের ফিরে পেল তৃণমূল । দিলীপ ঘোষের গড় গোপীবল্লভপুরে বিজেপিকে মুছে দিয়ে জয়যুক্ত তৃণমূল । ঝাড়গ্রাম জেলার চার আসনেই জয়লাভ করেছে তৃণমূল ।

বিনপুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী দেবনাথ হাঁসদা 39 হাজার 573 ভোটে বিজেপির প্রার্থী পালান সরেনকে হারিয়ে জয়লাভ করেন । এদিন দেবনাথ হাঁসদা তার জয়কে বাংলার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে উৎসর্গ করেন । তিনি বলেন,"আমার কেন্দ্রে পানীয় জলের সমস্যা রয়েছে । প্রথমেই তা সমাধানের চেষ্টা করব ।"

গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতকে 23 হাজার 768 ভোটের ব্যবধানে হারিয়ে তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাত জয়ী হয়েছেন । ঝাড়গ্রামে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তথা বিধানসভার প্রার্থী সুখময় শতপতিকে 38 হাজার 944 ভোটে হারিয়ে জয়লাভ করেছেন সাঁওতালী সিনেমার অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা । নয়াগ্রামে মামা-ভাগ্নের লড়াইয়ে বিজেপি প্রার্থী বকুল মূর্মূকে 22 হাজার 658 ভোটের ব্যবধানে হারিয়েছেন তাঁরই ভাগ্নে তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী দুলাল মূর্মূ ।

এদিন সকাল থেকেই প্রথম রাউন্ডের গণনার শুরু থেকে চার আসনেই এগিয়ে ছিল তৃণমূল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়ের ব্যবধানও ক্রমশ বাড়তে থাকে তৃণমূলের । দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্তে সবুজ আবির খেলায় মেতে ওঠে তৃণমূলের কর্মী ও সমর্থকরা । ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দূর্গেশ মল্লদেব ।

গোপীবল্লভপুর বিধানসভার ফেঁকোতে ও নয়াগ্রাম বিধানসভার খড়িকা মাথানীতে ও বিনপুর বিধানসভার বিনপুর বাজারেও আবির খেলায় মেতে ওঠেন সমর্থকেরা। যদিও ভোট গণনা কেন্দ্র করে জেলায় কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি বলে জানা যায় । বিস্তর উন্নয়নের পরেও পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে নিচু তলার কর্মীদের দূর্নীতির জেরে পায়ের তলায় মাটি সরে গিয়েছিল তৃণমূলের । জঙ্গলমহলে তৃণমূলের পুরোনো মাটি ফিরে পাওয়ার পিছনে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি ম্যাজিকের মতো কাজ করেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের ।

আরও পড়ুন : এই জয় মমতাকে জাতীয় নেত্রী করল, জাতীয় বিকল্প হলেন কি ?

মুখে জয়ের হাঁসি নিয়ে বিরবাহা হাঁসদা বলেন,"এই জয় এলাকার মানুষের জয়, এলাকার উন্নয়নের জয়, এই এলাকায় যে উন্নয়ন দিদি করেছেন তার জয় । আমাদের সমস্ত কর্মীদের জয় ।"

ABOUT THE AUTHOR

...view details