ঝাড়গ্রাম, 8 অক্টোবর : দু'দিনের সফর শেষে জঙ্গলমহল ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি চপারে করে কলকাতার উদ্দেশে রওনা দেন । বুধবার রাতে ছিলেন ঝাড়গ্রাম রাজবাড়িতে ৷ আজ সকালে সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন ।
কোরোনা আবহে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী । জেলার পুলিশ সুপার, জেলাশাসক, বিধায়ক, SDO BDO-দের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ৷ গ্রিন পুলিশকে কাজে লাগানোর উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কোরোনা আবহে যাবতীয় বিধি নিষেধ মেনেই জঙ্গলমহল মেদিনীপুরের পর দ্বিতীয় দিনে ঝাড়গ্রামে প্রশাসনের বৈঠক করেন । ঝাড়গ্রাম স্টেডিয়ামে বৈঠক হয় । মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক, জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার অমিত রাঠোর, সাংসদ উমা সোরেন, বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিক, BDO, SDO-রা ।