পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুন করে স্বামীকে প্লাস্টিকে মুড়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার মহিলা - weapon

মেটেলি ব্লকের সাতখাইয়া সর্দার লাইন এলাকায় স্বামীকে খুন করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ।

প্রতীকী ছবি

By

Published : Jul 7, 2019, 7:27 PM IST

জলপাইগুড়ি, 7 জুলাই : স্বামীকে খুন করে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মৃতের নাম বাবলু মানকিমুণ্ডা (42) । অভিযুক্তের নাম গুর্বাড়ি মানিকমুণ্ডা (37) । মেটেলি ব্লকের সাতখাইয়া সর্দার লাইন এলাকার ঘটনা ।

বাবলু কিছুদিন ধরে তাঁর স্ত্রী ও শ্বাশুড়ির কাছে বাইক কিনে দেওয়ার দাবি করছিল । কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় বাবলু তাঁর স্ত্রী ও শ্বাশুড়িকে মারধর করতে থাকে । শনিবার রাতে অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায় । মনে করা হচ্ছে, অত্যাচার সহ্য করতে না পেরেই বাবুলুর স্ত্রী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । এরপরই ঘটনাস্থানেই মৃত্যু হয় বাবলুর । আজ সকালে ঘটনাটি প্রকাশ্যে এলে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে ।

মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details