জলপাইগুড়ি, 13 সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলিতে ঘুরতে গেলে এবার পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা ৷ প্রবেশ থেকে হাতির সাফারি, দাম বাড়তে চলেছে সবেরই ৷ প্রকাশ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জাতীয় উদ্যানগুলিতে হাতি সাফারির নতুন ভাড়ার তালিকা ।
তালিকা অনুযায়ী, গরুমারা জাতীয় উদ্যানের হাতি সাফারির জন্য জনপ্রতি লাগবে 1200 টাকা । জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি সাফারি করার জন্য মাথাপিছু পর্যটকদের দিতে হবে 1000 টাকা । এর পাশাপাশি পর্যটকদের জঙ্গলে প্রবেশ করতে হলে নিতে হবে গাইড । গরুমারা জাতীয় উদ্যানের পর্যটকদের গাইডের জন্য গুনতে হবে 350 টাকা, জলদাপাড়া জাতীয় উদ্যানের গাইডের জন্য 350 টাকা, বক্সা টাইগার রিজার্ভে গাইডের জন্য দিতে হবে 350 টাকা । অন্যদিকে নেওড়াভ্যালী জাতীয় উদ্যান, মহানন্দা অভয়ারণ্য ও সিঙ্গালীলা জাতীয় উদ্যানে ট্রেকিং করার জন্য গাইড নিতে হবে । এক একটি 6 জনের গ্রুপের জন্য নিতে হবে একজন করে গাইড । গাইডের খরচ পড়বে 1200 টাকা ।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, আগামী 16 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে রাজ্যের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি । আর এই দিন থেকেই নতুন নির্দেশিকা অনুযায়ী পর্যটকদের বাড়তি প্রবেশ মূল্য দিতে হবে । গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়াভ্যালী জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশের জন্য জন প্রতি 200 টাকা ধার্য করা হয়েছে ।