পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prevent Elephant Death: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে চালকদের প্রশিক্ষণ

Training for Loco Pilot to Prevent Elephants Death in Alipurduar: এবার ট্রেনের লোকো পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল রেল ও বন দফতর ৷ ট্রেনের ধাক্কায় হাতির মৃত্য ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছিল আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ট্রেনিং স্কুলে ৷

Prevent Elephants Death ETV BHARAT
Prevent Elephants Death

By

Published : Aug 18, 2023, 8:39 PM IST

জলপাইগুড়ি, 18 অগস্ট: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে উদ্যোগ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ৷ ট্রেন চালকদের নিয়ে সচেতেনতা শিবিরের আয়োজন করল রেল কর্তৃপক্ষ ৷ জঙ্গলের পথে কীভাবে ট্রেন চালাতে হবে ? হাতি এলে কী করণীয় ? তা রেল ও বন দফতরের পক্ষ থেকে জানানো হল লোকো পাইলটদের ৷ শুক্রবার সকালে আলিপুরদুয়ার জংশনে অবস্থিত জোনাল রেলওয়ে ট্রেনিং স্কুলে বন দফতরের সহায়তায় একটি প্রশিক্ষণ ও সচেতনতা শিবির করা হয় ৷

এই প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরে আলিপুরদুয়ার ডিভিশনের লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, সুপারভাইজাররা অংশ নিয়েছিলেন ৷ যেখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে কী কী করতে হবে এবং করা উচিত তা সেখানো হয় ৷ এই সচেতেনতা শিবিরের উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি ৷ ছিলেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএম অমরজিত গৌতম, এডিআরএম রাজেশ গুপ্তা এবং সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার ৷ এ দিন মোট 70 লোকো পাইলট, ডার্গ এবং সুপারভাইজার প্রশিক্ষণ শিবিরে অংশ নেন ৷ জঙ্গলের মাঝে রেললাইনে কত গতিতে ট্রেন চালাতে হবে ? হাতি রেললাইনে এলে কী পদক্ষেপ নিতে হবে ? তা ট্রেন চালকদের এ দিন বন দফতরের পক্ষ থেকে জানানো হয় ৷

উল্লেখ্য, গত 5 অগস্ট নাগরাকাটা ও চালসার মাঝে রেললাইনে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয় ৷ তার পরেই নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ ৷ ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এড়াতে পদক্ষেপ নিয়েছে রেল ৷ জঙ্গলের মধ্যে রেললাইনে চলে আসা হাতি যাতে আর ট্রেনের ধাক্কায় মারা না যায়, সেই বিষয়ে বন দফতরের সঙ্গে সমন্বয় কমিটির বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফ ৷ খুব তাড়াতাড়ি বন বিভাগ ও রেলের মধ্যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হবে ৷

আরও পড়ুন:ট্রেন চালকের সতর্কতায় লাইন পেরোনোর সময় প্রাণে বাঁচল হাতি

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘‘ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু আটকাতে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি ৷ গত বছর থেকে এই পর্যন্ত আমরা 83টি হাতির মৃত্যু আটকেছি ৷ 10 বছর আগে যেখান বছর ট্রেনের ধাক্কায় 10-12টি হাতির মৃত্যু ঘটত ৷ সেখানে আমরা অনেক মৃত্যু আটকাতে সফল হয়েছি ৷ মৌমাছির শব্দ ও থার্মাল ডিভাইস সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জঙ্গলের রেলপথে হাতির করিডরে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে ট্রেন চালানো হচ্ছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details