জলপাইগুড়ি, 18 অগস্ট: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে উদ্যোগ আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ৷ ট্রেন চালকদের নিয়ে সচেতেনতা শিবিরের আয়োজন করল রেল কর্তৃপক্ষ ৷ জঙ্গলের পথে কীভাবে ট্রেন চালাতে হবে ? হাতি এলে কী করণীয় ? তা রেল ও বন দফতরের পক্ষ থেকে জানানো হল লোকো পাইলটদের ৷ শুক্রবার সকালে আলিপুরদুয়ার জংশনে অবস্থিত জোনাল রেলওয়ে ট্রেনিং স্কুলে বন দফতরের সহায়তায় একটি প্রশিক্ষণ ও সচেতনতা শিবির করা হয় ৷
এই প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরে আলিপুরদুয়ার ডিভিশনের লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, সুপারভাইজাররা অংশ নিয়েছিলেন ৷ যেখানে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে কী কী করতে হবে এবং করা উচিত তা সেখানো হয় ৷ এই সচেতেনতা শিবিরের উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি ৷ ছিলেন আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএম অমরজিত গৌতম, এডিআরএম রাজেশ গুপ্তা এবং সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার ৷ এ দিন মোট 70 লোকো পাইলট, ডার্গ এবং সুপারভাইজার প্রশিক্ষণ শিবিরে অংশ নেন ৷ জঙ্গলের মাঝে রেললাইনে কত গতিতে ট্রেন চালাতে হবে ? হাতি রেললাইনে এলে কী পদক্ষেপ নিতে হবে ? তা ট্রেন চালকদের এ দিন বন দফতরের পক্ষ থেকে জানানো হয় ৷