জলপাইগুড়ি, 16 নভেম্বর: বহুপ্রতিক্ষিত জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজের (Jalpaiguri Government Medical college) পথ চলা শুরু হল । আজ থেকে শুরু হল পঠন-পাঠন । 2020 সালের 30 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিলান্যাস করেছিলেন । জলপাইগুড়ি টিবি হাসপাতালে স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে । অন্যদিকে, জলপাইগুড়ি সদর হাসপাতালের পুরনো কাঠামোতেই অস্থায়ীভাবে মেডিক্যাল কলেজের পঠন-পাঠন চালু করা হয়েছে ।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের (Jalpaiguri Government Medical college) দাবি দীর্ঘদিনের । জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজের ও হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা চালু হয়ে গেলেও পঠন-পাঠন চালু হয়নি । 100 জন ডাক্তার প্রতিবছর জলপাইগুড়ি গভঃ মেডিক্যাল কলেজ থেকে তৈরি হবে । দেশের চিকিৎসার ক্ষেত্রে 100 জন ডাক্তার বের হবে । আপাতত 82 জন ছাত্রছাত্রী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে । আশা করা হচ্ছে আগামীতে সবাই ভর্তি হয়ে যাবে ।