পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের "কার্যপ্রণালী উদযাপন" - KOLKATA

আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের "কার্যপ্রণালী উদযাপন" হবে।

সার্কিট বেঞ্চে

By

Published : Mar 9, 2019, 12:11 PM IST

জলপাইগুড়ি, ৯ মার্চ : আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের "কার্যপ্রণালী উদযাপন" হবে। বেঞ্চের কাজ শুরু হবে ১১ মার্চ। প্রথমদিন সার্কিট বেঞ্চে বসবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। ১১-১৫ মার্চ পর্যন্ত টানা চলবে সার্কিট বেঞ্চের কাজ। কাজ শুরুর প্রথমদিন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ছাড়াও থাকবেন বিচারপতি মহম্মদ মুমতাজ খান, বিচারপতি অরিন্দম মুখার্জি ও বিচারপতি মধুমতি মিত্র। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে একটি ডিভিশন বেঞ্চ এবং দুটি সিঙ্গল বেঞ্চ থাকবে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলার মামলাগুলির শুনানি এই সার্কিট বেঞ্চে হবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন "জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন" নামে আত্মপ্রকাশ করেছে। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা সার্কিট বেঞ্চের বারে বসবেন বলে জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার।

সার্কিট বেঞ্চের "কার্যপ্রণালী উদযাপন" অনুষ্ঠান শহরবাসীকে দেখাতে জলপাইগুড়ি শহরের ২৫ টি জায়গায় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। শহরের মোড়গুলি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আলোয় সেজে উঠেছে সার্কিট বেঞ্চের অস্থায়ী ভবনও।

ABOUT THE AUTHOR

...view details