পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Rally In Jalpaiguri : পিএফের সুদের হার কমানোর প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে - পিএফের সুদের হার কমানোর প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

জলপাইগুড়িতে তৃণমূলের বিক্ষোভ মিছিল ৷ কেন্দ্রীয় সরকারের পিএফের সুদের হার কমানোর প্রতিবাদে এই মিছিল (Protest against EPF interest rate cut) ৷ পিএফ অফিসে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ৷ বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে ধরনায় বসার হুমকি তৃণমূলের ৷

rally at Jalpaiguri
rally

By

Published : Mar 28, 2022, 10:16 PM IST

জলপাইগুড়ি, 28 মার্চ :চলতি অর্থবর্ষে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কমিয়েছে পিএফের সুদের হার । আগে যা ছিল 8.5 শতাংশ সুদের হার, এখন সেটা কমে 8.1 শতাংশ করা হয়েছে ৷ আর তারই প্রতিবাদে এদিন জলপাইগুড়ি পিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (Protest against EPF interest rate cut)।

এদিন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে জেলা শহরে একটি প্রতিবাদ মিছিল হয় (TMC Rally In Jalpaiguri)। জেলা সভাপতি রাজেশ লাকড়া মিছিল থেকে বলেন, "কেন্দ্রীয় সরকার পিএফের সুদের হার কমিয়ে দিয়েছে । আগে 8.5 শতাংশ হারে সুদের হার ছিল । এখন সুদের হার কমে 8.1 শতাংশ করে দিয়েছে । এরই প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করে পিএফ অফিসে বিক্ষোভ দেখাতে এসেছি । প্রচুর চা বাগানের শ্রমিকের পিএফের টাকা জমা করেনি এখনও বাগান মালিকরা ৷ পিএফ দফতরও কোন উদ্যোগ নিচ্ছেন না ।"

আরও পড়ুন :TMC Against Bharat Bandh : ‘‘2 মিনিট সময় দিন... সব আন্দোলন বন্ধ করে দেব,’’ পুলিশকে নির্দেশ তৃণমূল নেতার

রাজেশ লাকড়া আরও বলেন, "পিএফের সুদের হার বাড়ানোর ক্ষেত্রে রাজ্য সরকারের কোন হাত নেই । অন্যদিকে বিজেপির সাংসদ জন বার্লা পিএফ নিয়ে কোন মন্তব্য করছেন না । সাংসদ হিসাবে তার উদ্যোগ নিয়ে কিছু করা উচিত শ্রমিকদের পিএফের সুদের হার কমিয়ে দিয়েছে সে বিষয়ে ।" কেন্দ্রীয় সরকার (Central Goverment)ফের সুদের হার না বাড়ালে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল চলবে বলে এদিন জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে ।

পিএফের সুদের হার কমানোর প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে

আরও পড়ুন :TMC-BJP MLAs fight : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি

চা শ্রমিকরা পিএফের টাকা জমা করছেন এতে রাজ্য সরকারের কোন করনীয় নেই । চা মালিকরা পিএফের টাকা খেয়ে লুট করছেন বলে অভিযোগ শ্রমিক সংগঠনের । বিজেপি নেতা সহ বিধায়ক, সাংসদরা কোন প্রতিবাদ করছেন না বলেও এদিন আক্ষেপ করেন শ্রমিক সংগঠন । নূন্যতম মজুরি নিয়ে 2 ও 3 এপ্রিল শ্রম মন্ত্রী বেচারাম মান্না সর্ব দলীয় বৈঠক ডেকেছে । কিন্তু তার আগে বাম শ্রমিক সংগঠন বনধ ডাকল, এটা অন্যায় বলে তারা জানান । আগামি দিনে বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে ধরনায় বসার হুমকি দিল এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন মিছিল থেকে ।

ABOUT THE AUTHOR

...view details