ময়নাগুড়ি, 26 মে : আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর গাড়িতে হামলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । আজ সকালে তৃণমূলের একাধিক কার্যালয় দখল করে BJP-র কর্মীরা । সেই কার্যালয়গুলি উদ্ধার করতে ময়নাগুড়ি যান জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী । কিছু দলীয় কার্যালয় উদ্ধার করার পর তিনি SP-র সঙ্গে দেখা করার জন্য ময়নাগুড়ি থানায় যান । সেখান থেকে ফেরার পথে BJP কর্মীরা তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ।
অভিযোগ, আজ সঞ্জীব বর্ধনের নেতৃত্বে BJP কর্মীরা তৃণমূলের কার্যালয় দখল করে । এই ঘটনার পরই নাকি পুলিশ সঞ্জীবের বাড়িতে চড়াও হয় । এই ঘটনার প্রেক্ষিতে ময়নাগুড়ির অন্য BJP কর্মীদের মধ্যে ক্ষোভ চড়াও হয় । কেন অকারণে ওই BJP নেতার বাড়িতে পুলিশ চড়াও হল ? এর জবাব চাইতে ময়নাগুড়ি থানাতে যান BJP কর্মীরা । অপরদিকে, সেইসময় থানা থেকে SP-র সঙ্গে দেখা করে বেরোচ্ছিলেন সৌরভবাবু । BJP কর্মীদের মিছিলের সামনে পড়ে যান তিনি । অভিযোগ, তখন তাঁর গাড়ি ভাঙচুর করে BJP কর্মীরা ।