ধূপগুড়ি, 8 সেপ্টেম্বর:ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই টোটকাতেই বাজিমাত । বিজেপির কাছ থেকে ধূপগুড়ি বিধানসভা ছিনিয়ে নেওয়ার পর এমনই দাবি শিলিগুড়ির মেয়র তথা ধূপগুড়ি উপনির্বাচনের তৃণমূলের দায়িত্বে থাকা গৌতম দেব । তবে বিজেপির মতে, সংখ্যালঘু ভোটেই তাদের নাজেহাল হতে হল । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4,309 ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷
গত বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে শাসকদলকে 4,355 ভোটে হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ উপনির্বাচনের ফলগণনার শুরুর দিকেও বিজেপিরই পাল্লা ভারী ছিল ৷ বেশ কয়েক রাউন্ড এগিয়েও ছিলেন বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ তবে পাশা বদলে যায় চতুর্থ রাউন্ডের শেষে ৷ সামান্য কিছু ভোটে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এরপর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় ৷ তবে আর পিছোতে হয়নি তৃণমূল কংগ্রেসকে ৷ গণনা যত এগোতে থাকে একটু একটু করে ব্যবধান বাড়ায় শাসকদল ৷ অবশেষে 4,309 ভোটে জয়লাভ করে ধূপগুড়ি বিধানসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ৷
এ বার উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 92648টি ৷ গণনাশেষে দেখা যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন 96961টি ভোট ৷ বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন 92648টি ভোট, সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন 13666টি ভোট ।
এই জয়ের পরই উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ শুরু হয় সবুজ আবির খেলা, মিষ্টিমুখ ৷ ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা গৌতম দেব বলেন,
"এই জয় মা মাটি মানুষের জয় । অভিষেক ব্যানার্জি ধূপগুড়ির নির্বাচনী প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করেছিলেন । সেই দাবি ছিল দীর্ঘদিনের । সেই বিষয়টা মানুষ ভালো ভাবে নিয়েছে ।"