জলপাইগুড়ি, 19 জুন: অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর তিন মামি এ বার পঞ্চায়েত নির্বাচনের আসরে । তাও আবার একই আসনে ৷ জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ওই আসনে সম্মুখসমরে চক্রবর্তী পরিবারের তিন গৃহবধূ । তিন জায়ের রাজনৈতিক রঙ একে অপরের থেকে আলাদা ৷ তাঁরা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিআইএম-এর প্রার্থী ৷ এতে অবশ্য তাঁদের সম্পর্কে এতটুকু ফাটল ধরবে না বলে দাবি মিমির মামিদের ৷ তাঁদের সবাইকেই আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ৷
যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা । তাঁর পরিবারেরই তিন সদস্য এ বার আলাদা আলাদা রাজনৈতিক দলের হয়ে নেমেছেন পঞ্চায়েত ভোটের ময়দানে ৷ জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পাণ্ডাপাড়া এলাকার 17/155 নম্বর বুথ থেকে প্রার্থী হয়েছেন চক্রবর্তী পরিবারের তিন বৌমা । তাঁরা সম্পর্কে মিমি চক্রবর্তীর মামি ।
তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন মিমির ছোটমামি পুনম চক্রবর্তী । সিপিএম দলের হয়ে লড়ছেন মেজোমামি পর্ণা নাগ চক্রবর্তী । আর কংগ্রেসের হাত ধরেছেন বাড়ির বড় বউ অর্থাৎ মিমির বড়মামি কান্তা চক্রবর্তী । পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারের তিন গৃহবধূর রাজনৈতিক লড়াই নিয়ে এলাকায় তরজা তুঙ্গে ৷ সম্পর্কে তিনজনই মিমি চক্রবর্তীর মামি হওয়ার সুবাদে চক্রবর্তীর পরিবারের অন্দরের রাজনৈতিক লড়াইটা দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছেন । জানা গিয়েছে, তিন মামিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ ।
আরও পড়ুন:'কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ কমিশনের নয়', সুপ্রিম কোর্টে বলল কমিশন; মঙ্গলে শুনানি