পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে পুকুরে ডুবে মৃত্যু তিন কিশোরীর - JALPAIGURI

পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল তিন কিশোরীর। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রায়পুর চাবাগান সংলগ্ন এলাকায় । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

jalpaiguri
জলপাইগুড়িতে পুকুরে ডুবে মৃত্যু তিন নাবালিকার, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

By

Published : Jul 14, 2021, 10:15 PM IST

জলপাইগুড়ি, 14 জুলাই : পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল তিন কিশোরীর। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রায়পুর চাবাগান সংলগ্ন এলাকায় । মৃতরা হল রীতা তুরী (15), অনু মাঝি (15)ও অগাস্টিনা ওরাঁও(12) । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

ঘটনাটি প্রথম জানা যায়, বিকেল গড়িয়ে গেলেও তিন কিশোরী বাড়ি না ফেরায় । পরিবারের সদস্যরা চারিদিকে খুঁজতে শুরু করে । এরপর খোঁজাখুঁজি শুরু হয় চাবাগানের বিভিন্ন এলাকায় । চাবাগানের পুকুরের সামনে এলাকার কয়েকজন যুবক যেতেই দেখতে পায় কিছু জামাকাপড় ও জুতো পড়ে রয়েছে । পুকুরে নেমে পড়ে তারা । এরপর পুকুর থেকে উদ্ধার হয় তিন কিশোরীর মৃতদেহ । তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ।

আরও পড়ুন: কলকাতায় জেএমবি জঙ্গি ধরা পড়তেই উত্তরবঙ্গে নজরদারি বাড়াল পুলিশ

পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান জানান, আজ বিকেলে রায়পুর চাবাগানেরই পুকুর থেকে তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় । মনে করা হচ্ছে তিনজনই স্নান করতে নেমেছিল পুকুরে । তবে কী কারণে তারা সাঁতার না জেনে পুকুরে স্নান করতে নেমেছিল এই বিষয়টা পরিস্কার নয় । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । সাঁতার না জানার কারণেই বিপত্তি ঘটতে পারে । ঘটনার তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details