পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোকালয়ে চলে আসা চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষিপ্ত জনতা - Leopard

Leopard: লোকালয়ে চলে আসা চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষিপ্ত জনতা । অভিযোগ চিতাবাঘকে মেরে চিতাবাঘের চামড়া ও দাঁত ছিড়ে নিল স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় ।

Leopard News
লোকালয়ে চলে আসা চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষিপ্ত জনতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:25 PM IST

Updated : Dec 7, 2023, 10:45 PM IST

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর:রাজ্যে ফের চিতাবাঘ পিটিয়ে মারার ঘটনা ঘটল ৷ লোকালয়ে চলে আসা চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষিপ্ত জনতা । চিতাবাঘটি জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছিল বলে জানা যায় ৷ অভিযোগ চিতাবাঘকে মেরে চিতাবাঘের চামড়া, দাঁত ছিঁড়ে নিয়েছে স্থানীয়রা । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় । খয়েরবাড়ির জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা চিতাবাঘটি মানুষের রোষের কোপে পড়ে এদিন । ক্ষিপ্ত জনতা চিতাবাঘটিকে পিটিয়ে মারে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুলাগাঁও বাজার এলাকার কাজলি নদীর ধারে শ্মশান ঘাট এলাকায় একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই এলাকাতেই একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে । শুধু তাই নয় চিতাবাঘের দাঁত, চামড়া ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে । এলাকাটি জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের অন্তর্গত ।চিতাবাঘের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থালে ছুটে আসেন মাদারিহাট রেঞ্জের বনকর্তা-সহ ফালাকাটা জটেশ্বর ফাঁড়ির পুলিশ বাহিনী ।

ঘটনার প্রাথমিক তদন্তের পর বনদফতরের অনুমান সম্ভবত লাঠিপেটা করেই চিতাবাঘটিকে হত্যা করা হয়েছে । কারণ ওই চিতাবাঘটির মুখ থেকে সদ্য রক্তক্ষরণের চিহ্ন মিলেছে । তদন্তে আরও উঠে এসেছে যে, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গরু বাঁধতে গিয়ে প্রথমে চিতাবাঘের আক্রমণে জখম হন এক স্থানীয় বাসিন্দা । আক্রান্তের চিৎকারে মাঠে কাজ করতে থাকা শ্রমিকরা ছুটে আসেন । বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে । চিতাবাঘটির মৃতদেহের ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

আরও পড়ুন:

Last Updated : Dec 7, 2023, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details