পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Stone Pelting: বন্দে ভারত লক্ষ্য করে ফের পাথর! এবার মুর্শিদাবাদের ফরাক্কা - Vande Bharat Stone Pelting

পূর্ব ভারতে প্রথম অত্যাধুনিক সেমি বুলেট বন্দে ভারত ট্রেন চালু হয় পশ্চিমবঙ্গে ৷ কিন্তু তারপর থেকে নানা জায়গায় এর উপর হামলা চালানোর অভিযোগ উঠছে ৷ শনিবার রাতে মুর্শিদাবাদে বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছে বলে জানাল রেল কর্তৃপক্ষ (Stone pelting incident targeting Vande Bharat Express) ৷

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

By

Published : Mar 12, 2023, 6:59 AM IST

কলকাতা, 12 মার্চ: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস ৷ রাজ্যে এই অত্যাধুনিক ট্রেনের উপর ফের পাথর ছোড়ার ঘটনা ঘটল ৷ এতে জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পূর্ব রেলওয়ে একটি বিবৃতি দিয়ে ঘটনাটি জানিয়েছে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ফরাক্কার কাছে ৷ এ প্রসঙ্গে পূর্ব রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ৷ এর তদন্ত হবে ৷" আধিকারিক জানান, ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছলে একটি সংবাদসংস্থা তার ছবি তোলে ৷

জানুয়ারি মাসে আরপিএফ অভিযোগ করেছিল, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জানলায় পাথর ছোড়া হয়েছে ৷ আরপিএফ কম্যান্ডার ঘটনাটির কথা জানিয়ে বলেছিলেন, "পাথর ছোড়ার ফলে বন্দে ভারত এক্সপ্রেসের সি3 এবং সি6 কোচ দু'টির জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ট্রেনটি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ৷"

প্রসঙ্গত, 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন৷ এই দ্রুত গতিতে ছোটা ট্রেনটি চালুর সঙ্গে সঙ্গেই তাতে পাথর ছোড়ার অভিযোগ ওঠে ৷ 2 জানুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস ৷ উত্তর-পূর্ব সীমান্তে রেলের কুমারগঞ্জ স্টেশনের কিছুটা দূরে বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে৷ সেবারও ট্রেনর দরজার কাচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ এরপর 3 জানুয়ারি ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটে ৷ নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে পাথর ছোড়া হয় ৷ জানুয়ারি মাসেই পাঁচবার এরকম হামলার মুখে পড়েছে বন্দেভারত ৷

পূর্ব ভারতে প্রথম এই সেমি বুলেট ট্রেনটি চালু হয় পশ্চিমবঙ্গে ৷ কিন্তু উদ্বোধনের পরপরই মালদা, বোলপুর, বিহারে হামলা হয়েছে ট্রেনের উপর৷ জানুয়ারি মাসের শেষে বাংলা-বিহার সীমান্তে ফের পাথর ছোড়া হয় ৷ এই ঘটনা রুখতে রেলওয়ে আইনে 152, 153, 154 ধারায় 10 বছর পর্যন্ত জেল হতে পারে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ রেললাইনের পাশের এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালিয়ে রেল কর্তৃপক্ষ ৷ তাতে যে কোনও কাজ হয়নি, তা এই পাথর ছোড়ার ঘটনায় আবারও প্রমাণিত ৷

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ! পঞ্চম হামলায় ফাটল সেমি বুলেট ট্রেনের কাচ

ABOUT THE AUTHOR

...view details