পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI-DYFI Protest in Jalpaiguri: পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসক দফতর অভিযান বাম ছাত্র-যুবদের - পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসক দফতর অভিযান

11 দফা দাবিতে জলপাইগুড়ি জেলাশাসক দফতর অভিযান বাম ছাত্র-যুবদের (SFI DYFI Protest in Jalpaiguri) ৷ তাদের দাবি না-মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ৷

SFI DYFI
জেলাশাসক দফতর অভিযান

By

Published : Feb 8, 2023, 10:47 PM IST

জেলাশাসক দফতর অভিযান বাম ছাত্র-যুবদের

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরে অভিযান করল বাম ছাত্র-যুবরা (District Magistrate Office Abhijan) । আবাস যোজনার দুর্নীতি ও 100দিনের কাজে দুর্নীতি, জেলায় কলেজ স্থাপন-সহ 11 দফা দাবিতে জলপাইগুড়ি জেলাশাসকের দফতর অভিযান করে এ দিন তারা ৷ ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরে ছুটে ঢুকে যায় বাম ছাত্র-যুবরা । বুধবার বাম ছাত্র-যুবদের জেলাশাসকের দফতরে অভিযানকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।

পুলিশের পক্ষ থেকে ছাত্র ও যুবদের এই অভিযান আটকাতে পুলিশ সুপারের দফতরের সামনের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল । ডিসিপি ক্রাইম বিশ্বজিৎ লামার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেডে আটকে রাখেন । বাম ছাত্র-যুবদের মিছিল ভিডাব্লিউ ডি মোড় থেকে এসে ব্যারিকেড ভেঙ্গে জেলাশাসকের কার্যালয়ের মূল গেট পর্যন্ত চলে আসে ৷ সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন ও চারজন ডিসিপির নেতৃত্বে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী মিছিল আটকে দেয় । জেলাশাসকের দফতরের গেটের সামনেই রাস্তায় বসে পরে ছাত্র-যুবরা । এদিন জলপাইগুড়ি সমাজ পাড়া মোড় থেকে এসএইআই ও ডিওয়াইএফআই কর্মীদের একটি বিরাট মিছিল গোটা শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনে আসেন ।

জলপাইগুড়ি ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক প্রদীপ দে বলেন,"আমরা 11 দফা দাবি নিয়ে জেলাশাসকের দফতরে এসেছি । আমরা লক্ষ্য করেছি লাগাম ছাড়া দুর্নীতি রাজ্য জুড়ে হচ্ছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির লোকেরা বাড়ি পাচ্ছেন । আর বাকি সবাই বঞ্চিত হচ্ছেন । 100 দিনের কাজের টাকা গরীব মানুষ এখনও পাননি । আমরা সুদ সমেত 100 দিনের কাজের টাকা চাই ।"

তিনি আরও বলেন, "পাশাপাশি বিভিন্ন শুন্য পদে নিয়োগ করা-সহ জেলার ময়নাগুড়িতে মহিলা কলেজ । নাগ্রাকাটা, ঘুঘুডাঙাতে কলেজ স্থাপনের দাবি আমাদের রয়েছে । এই সকল দাবি-দাওয়া নিয়েই আমরা জেলাশাসকের বাম ছাত্র-যুবরা অভিযান চালাই । আমরা একমাস সময় দেব । আমাদের দাবি যদি না মেটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব ৷"

আরও পড়ুন: কর্মসংস্থানের দিশা নেই, বাজেটের বিরুদ্ধে পথে নামল ডিওয়াইএফআই

ABOUT THE AUTHOR

...view details