জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: পুলিশের ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরে অভিযান করল বাম ছাত্র-যুবরা (District Magistrate Office Abhijan) । আবাস যোজনার দুর্নীতি ও 100দিনের কাজে দুর্নীতি, জেলায় কলেজ স্থাপন-সহ 11 দফা দাবিতে জলপাইগুড়ি জেলাশাসকের দফতর অভিযান করে এ দিন তারা ৷ ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দফতরে ছুটে ঢুকে যায় বাম ছাত্র-যুবরা । বুধবার বাম ছাত্র-যুবদের জেলাশাসকের দফতরে অভিযানকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ।
পুলিশের পক্ষ থেকে ছাত্র ও যুবদের এই অভিযান আটকাতে পুলিশ সুপারের দফতরের সামনের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল । ডিসিপি ক্রাইম বিশ্বজিৎ লামার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেডে আটকে রাখেন । বাম ছাত্র-যুবদের মিছিল ভিডাব্লিউ ডি মোড় থেকে এসে ব্যারিকেড ভেঙ্গে জেলাশাসকের কার্যালয়ের মূল গেট পর্যন্ত চলে আসে ৷ সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন ও চারজন ডিসিপির নেতৃত্বে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী মিছিল আটকে দেয় । জেলাশাসকের দফতরের গেটের সামনেই রাস্তায় বসে পরে ছাত্র-যুবরা । এদিন জলপাইগুড়ি সমাজ পাড়া মোড় থেকে এসএইআই ও ডিওয়াইএফআই কর্মীদের একটি বিরাট মিছিল গোটা শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনে আসেন ।