জলপাইগুড়ি, 5 অক্টোবর:মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বিজয়া দশমী (Durga Idol Immersion Accident) ৷ দেবীকে বিদায়ের সঙ্গে সঙ্গে স্বজন হারানোর শোক জলপাইগুড়িতে ৷ মালবাজারের মাল নদীতে বিসর্জনে গিয়ে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল 8 জনের ৷ 40 জন নদী মধ্যবর্তী একটি দ্বীপে আটকে পড়েন ৷ উদ্ধারের কাজ চালান পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা ৷
এই প্রসঙ্গেই, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা প্রথমে জানান, ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। 40 জন নদীর একটি আইল্যান্ডে আটকে আছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠান হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। কিন্ত রাতের দিকে মৃতের সংখ্যা আরও বাড়ে ।