পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Idol Immersion Accident: প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত 8 - হড়পা বানে মৃত 2

দশমীতে প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল 7 জনের (Durga Idol Immersion ) ৷ স্থানীয় একটি দ্বীপে বেশ কয়েকজন আটকেও পড়েন ।

Etv Bharat
Durga Idol Emersion Accident

By

Published : Oct 5, 2022, 10:51 PM IST

Updated : Oct 6, 2022, 7:36 AM IST

জলপাইগুড়ি, 5 অক্টোবর:মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বিজয়া দশমী (Durga Idol Immersion Accident) ৷ দেবীকে বিদায়ের সঙ্গে সঙ্গে স্বজন হারানোর শোক জলপাইগুড়িতে ৷ মালবাজারের মাল নদীতে বিসর্জনে গিয়ে হড়পা বানে তলিয়ে মৃত্যু হল 8 জনের ৷ 40 জন নদী মধ্যবর্তী একটি দ্বীপে আটকে পড়েন ৷ উদ্ধারের কাজ চালান পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা ৷

এই প্রসঙ্গেই, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা প্রথমে জানান, ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। 40 জন নদীর একটি আইল্যান্ডে আটকে আছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠান হয়েছে। বেশ কয়েকজনকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। কিন্ত রাতের দিকে মৃতের সংখ্যা আরও বাড়ে ।

প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গেল 2

আরও পড়ুন: বাগবাজার ঘাটে চলছে প্রতিমা বিসর্জন

প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্রকে এলাকার ঘাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷ দুর্ঘটনা এড়াতে তৈরি ছিল প্রশাসনও ৷ কিন্তু হঠাৎ হড়পা বানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিসর্জনের আনন্দ এক লহমায় বিষাদে পরিণত হয় ৷ ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

প্রতি বছরই দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় এই ধরনের হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকে বাংলা । এই ধরনের ঘটনা আটকাতে প্রশাসনও সতর্কতা অবলম্বন করে । তবু মাঝেমাঝেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়।

Last Updated : Oct 6, 2022, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details