জলপাইগুড়ি, 26 অগস্ট:লাল চন্দন কাঠপাচারে গ্রেফতার হওয়া দু'জনকে সাতদিনের হেফাজতে নিল গরুমারা বন্যপ্রাণী বিভাগ । গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার তেলিপাড়া মোড়ে লাল চন্দন কাঠের পাচারের বিরুদ্ধে অভিযানে নামে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা (Seven days Custody of Arrested) । একটি গাড়িতে লাল চন্দন কাঠ-সহ দু'জনকে গ্রেফতার করে । তাদের জিজ্ঞাসাবাদ করে কোচবিহারে চন্দন কাঠের সন্ধান দেয় । এরপর গরুমারা সাউথ রেঞ্জ, মালবাজার স্কোয়াড-সহ গরুমারা বন্যপ্রাণী বিভাগের সমস্ত কর্মীরা তল্লাশিতে নামে।
এরপর কোচবিহার থেকে লাল চন্দন কাঠ উদ্ধার করে গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীরা । ধৃতরা হল, আলিপুরদুয়ার জেলার হাসিমারার বাসিন্দা ত্রিলকি প্রসাদ জওসওয়াল, কোচবিহারের গোপালপুরের বাসিন্দা নির্মল দাস । এদিন গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী দুই অভিযুক্তকে আদালতে নিয়ে আসেন ।
আরও পড়ুন:লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে বাস্তবের 'পুষ্পা'
বৃহস্পতিবার প্রথমে অভিযানে নামে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা । বিন্নাগুড়ি থেকে তেলিপাড়ার দিকে যাওয়া একটি গাড়িতে চন্দন কাঠ-সহ দু'জনকে গ্রেফতার করতে সক্ষম হন বনকর্মীরা । ত্রিলকি প্রসাদ জয়সওয়াল ও নির্মল দাসকে ধরে জিজ্ঞাসাবাদ করে কোচবিহারে অভিযান চলে যায় বনকর্মীরা কোচবিহারের একটি শপিং মলের পাশের ফাঁকা জায়গা থেকে তিন কুইন্টাল চন্দন কাঠ উদ্ধার হয় ।