পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছুটি না পেয়ে পরিদর্শককে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে - Dhupguri

গতকাল বিকেলে তাপসবাবুর কাছে ছুটির আবেদন নিয়ে যায় সৌরভ ৷ সে জানায়, প্রধান শিক্ষক তার ছুটির আবেদন মঞ্জুর করছেন না ৷ তাই তাপসবাবু যেন তার ছুটির আবেদন মঞ্জুর করেন ৷ বিষয়টি শোনার পর তাপসবাবু তাকে জানান, সবকিছুর একটা প্রক্রিয়া আছে ৷ ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন ৷ অভিযোগ, এরপরই সৌরভ তাঁকে গালিগালাজ করে ৷ এমন কী তাপসবাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান দপ্তরের কর্মীরা ৷ তাঁরা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ ঘটনার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মীরা ৷

তাপস দাস

By

Published : Sep 4, 2019, 11:22 PM IST

Updated : Sep 4, 2019, 11:30 PM IST

ধূপগুড়ি, 4 সেপ্টেম্বর : ছুটি মঞ্জুর না করায় অবর বিদ্যালয় পরিদর্শককে মারধর ৷ এই অভিযোগ উঠল উত্তর বৈরাতিগুড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে ৷ তার নাম সৌরভ রায় । জখম ওই স্কুল পরিদর্শকের নাম তাপস দাস ৷ ঘটনার পর আজ দুপুরে ধূপগুড়ি থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷

গতকাল বিকেলে তাপসবাবুর কাছে ছুটির আবেদন নিয়ে যায় সৌরভ ৷ সে জানায়, প্রধান শিক্ষক তার ছুটির আবেদন মঞ্জুর করছেন না ৷ তাই তাপসবাবু যেন তার ছুটির আবেদন মঞ্জুর করেন ৷ বিষয়টি শোনার পর তাপসবাবু তাকে জানান, সবকিছুর একটা প্রক্রিয়া আছে ৷ ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন ৷ অভিযোগ, এরপরই সৌরভ তাঁকে গালিগালাজ করে ৷ এমন কী তাপসবাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান দপ্তরের কর্মীরা ৷ তাঁরা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ ঘটনার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মীরা ৷

ভিডিয়োয় শুনুন তাপস দাসের বক্তব্য

এবিষয়ে তাপসবাবু বলেন, "কর্তব্যরত অবস্থায় ঊর্ধ্বতন আধিকারিককে মারধরের ঘটনা আমি মেনে নিতে পারছি না । এই ঘটনায় আমি মর্মাহত । থানায় অভিযোগ জানিয়েছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি ৷" এবিষয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ৷

Last Updated : Sep 4, 2019, 11:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details