জলপাইগুড়ি, 16 অগস্ট : লালবাতি লাগানো সরকারি গাড়িতে ঘোরার অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর (Paresh Chandra Adhikary) বিরুদ্ধে। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের গাড়িতে লালবাতি ফ্ল্যাসার লাগিয়ে ঘুরছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন পরেশবাবু ৷
কেন্দ্রীয় সরকার 2017 সালে একটি নির্দেশিকা জারি করে ৷ যেখানে বলা হয়, রাজ্যের মন্ত্রীরা কেউ লালবাতি ব্যবহার করতে পারবেন না । সেই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি রাজ্য শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী ৷ উল্টে প্রশ্ন করেন, "আমার গাড়িতে লালবাতি কি জ্বালানো ছিল ?" ফ্ল্যাসার জ্বলছিল বলায় মন্ত্রী বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী লালবাতি জ্বালানো হয় না গাড়িতে ৷