পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Rajya Sabha MP: 'চা বাগানের মানুষের জন্য কাজ করতে চাই,' শপথ নিয়ে বললেন সাংসদ প্রকাশচিক বড়াইক - Prakash Chik Baraik

Prakash Chik Baraik: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন চা বাগানের সন্তান প্রকাশচিক বড়াইক ৷ চা বাগানের মানুষের জন্য কাজ করতে চান বলে জানালেন তিনি ৷

Prakash Chik Baraik
প্রকাশচিক বড়াইক

By

Published : Aug 21, 2023, 8:24 PM IST

আলিপুরদুয়ার, 21 অগস্ট:উত্তরবঙ্গ থেকে এই প্রথম রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ গ্রহণ করলেন চা শ্রমিক পরিবারের সন্তান প্রকাশ চিক বড়াইক । আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা বাগানের ছেলে তিনি । জেলা সভাপতিকে এবার রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস । আর তাঁর হাত ধরেই চা বাগানের কোন ব্যক্তি এই প্রথম উত্তরবঙ্গ থেকে শাসকদলের টিকিটে রাজ্যসভার সাংসদ হলেন ।

প্রকাশচিক বড়াইক বলেন, "উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা বঞ্চিত । উত্তরবঙ্গে হিন্দি স্কুল কলেজের অভাব রয়েছে । স্কুল, কলেজ-সহ চা বাগানের মানুষের জন্য কাজ করতে চাই । সংসদে উত্তরবঙ্গের মানুষের জন্য আওয়াজ তুলতে চাই আমি । দল আমাকে যেভাবে বলবে সেইভাবেই চলব । দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব । একজন গ্রাম ও চা বাগানের ছেলেকে সাংসদ করার কথা ভাবা তুচ্ছ বিষয় নয় । আমি চা বাগানের আদিবাসী, হিন্দি ভাষী, বোরো, টোটো, রাভা, বিহারী-সহ সব জনজাতির জন্য কাজ করতে চাই । উত্তরবঙ্গের মানুষের অভাব অভিযোগ নিয়েই সোচ্চার হব ।"

আরও পড়ুন:চা-বাগানের সন্তান হয়ে রাজ্যসভায় মনোনয়ন পাওয়া বিরাট ব্যাপার, মমতাকে ধন্যবাদ প্রকাশ চিক বড়াইকের

প্রকাশচিক বড়াইককে 2021 সালে অগস্ট মাসে জেলা সভাপতি করে তৃণমূল । তারপর থেকে আলিপুরদুয়ার জেলায় সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলা শুরু তাঁর ৷ এর জেরেই তিনি তৃণমূলের অন্দরে নিজের একটা জায়গা করে নেন । প্রকাশের হাত ধরেই তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হয়েছে আলিপুরদুয়ারে ৷ এমনটাই মনে করছে দল । এই রাজ্যসভার সাংসদ জানান, রহিমাবাদ ওয়ার্কার্স হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি ৷ এরপর কালচিনি হিন্দি হাইস্কুল থেকে 1999 সালে উচ্চমাধ্যমিক ও 2004 সালে শিলিগুড়ি সুর্যসেন কলেজ থেকে বিকম পাশ করেন প্রকাশচিক বড়াইক । নিউল্যান্ডস চা বাগানের বাসিন্দা প্রকাশরা দুই ভাই । 2018 সালে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি থেকে আজ রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি । চা বাগানের সন্তান আজ রাজ্যসভায় সাংসদ হওয়ায় উচ্ছ্বসিত আলিপুরদুয়ারবাসী ।

ABOUT THE AUTHOR

...view details