জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর : পৌরসভা এলাকায় অবৈধভাবে চলা একটি খাটাল উচ্ছেদ করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ৷ জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা অমিতাভ ঘোষের বাড়ি থেকে খাটাল উচ্ছেদ করে পুলিশ ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে খাটাল চালানোর পাশাপাশি মহিষ কেনাবেচা করতেন অমিতাভ ৷ এদিকে, খাটালের গন্ধে অমিতাভর প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ৷ তাঁদের দাবি, বারবার বলার পরও অমিতাভ খাটাল সরিয়ে নেননি ৷ উপরন্তু, প্রতিবেশীদের শাসিয়ে গিয়েছেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন :Rhino carcass : তোর্সায় উদ্ধার পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ, শিং অক্ষত
প্রতিবেশী দেবী ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘অমিতাভর পরিবার দীর্ঘদিন ধরে খাটাল চালিয়ে আসছে ৷ গন্ধে আমরা টিকতে পারছি না ৷ বারবার পৌরসভাকে বলেও কোনও লাভ হয়নি ৷ আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পরই আজ পুলিশ এসে খাটাল উচ্ছেদ করল ৷ আমরা এতে খুশি ৷ খাটালে লাগাতার মহিষ এনে রাখা হয় ৷ মহিষের গোবরের গন্ধে এলাকায় টেকা যায় না ৷ এই অভিযোগ অনেকবার পৌরসভায় করা সত্ত্বেও খাটাল উচ্ছেদ করা হয়নি ৷ অবশেষে পুলিশ সুপারের দারস্থ হওয়ার পর কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে পুলিশ আজ (শুক্রবার) দুপুরে ওই খাটালে হানা দিয়ে তিনটি পূর্ণবয়স্ক মহিষ ও তিনটি বাছুর সরিয়ে নিয়ে যায় ৷ তুলে দেওয়া হয় খাটালটি ৷’’
আরও পড়ুন :দুই বন্ধুর দীর্ঘ লড়াইয়ের পর গ্রামবাসীরা পাচ্ছেন আস্ত হাসপাতাল
অন্যদিকে খাটালের মালিক অমিতাভ ঘোষ বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে মহিষ পোষা হয় ৷ এটা খাটাল নয় ৷ তবে আমাদের বাড়িতে বাইরে থেকে মহিষ আসে ৷ তারপর তা বিক্রি করা হয় ৷ আমি একজন বেকার যুবক ৷ এখন আমি কর্মহীন হয়ে পড়লাম ৷’’