পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংবাদিকদের আক্রমণকারীরা দলে থাকলে দলের ক্ষতি : রবীন্দ্রনাথ ঘোষ - সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দায় রবীন্দ্রনাথ ঘোষ

তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "সাংবাদিকদের যে ব্যক্তি আক্রমণ করে, সে দলে থাকলে দলেরই ক্ষতি ।"

রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Nov 7, 2019, 6:23 AM IST

Updated : Nov 7, 2019, 9:49 AM IST

জলপাইগুড়ি, 7 নভেম্বর : সাংবাদিক হেনস্থা ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন উত্তরবঙ্গের সাংবাদিকদের যৌথমঞ্চ কনফেডারেশন অব নর্থবেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্ট । তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "সাংবাদিকদের যে ব্যক্তি আক্রমণ করে, সে দলে থাকলে দলেরই ক্ষতি ।"

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কৃষ্ণ দাসের সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা করছি । আমাদের ভুল-ক্রটি শোধরানোর জন্য সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম । আমরা কখনই সাংবাদিক নিগ্রহ, সাংবাদিকদের ওপর আক্রমণ করিনা ৷ জলপাইগুড়ির ঘটনার নিন্দা করি । আমার ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জানে । আশা করি, সরকার সঠিক ব্যবস্থা বা সিদ্ধান্ত নেবে । এমন লোক যদি দলে থাকে তাহলে দলের ক্ষতি হবে ৷ ভালো হবে না বলে আমরা ধারনা । আগামিদিনে যাতে দল এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তার জন্য দলের পর্যবেক্ষককে জানাব ।"

তিনি আরও বলেন, "যার কুশপুতুল পোড়ানো হয়েছে, তার পরিবার আছে,বন্ধু-বান্ধব আছে ৷ তিনি অপমানিত বোধ করবেন । জীবিত অবস্থায় একজনের কুশপুতুল পোড়ানো মেনে নেওয়া যায় না । এমন ঘটনা যাতে কেউ না করে তার জন্য সব মানুষের কাছে আবেদন করছি । এবং দলের যাতে কেউ এমন না করে তার জন্য আবেদন করছি ৷"

ভিডিয়োয় শুনুন অলিপ মিত্রর বক্তব্য

গতকাল উত্তরবঙ্গের সমস্ত সাংবাদিকদের সঙ্গে দেখা করেন রবীন্দ্রনাথ ঘোষ । উত্তরবঙ্গ ও সিকিমেরর সাংবাদিকদের যৌথমঞ্চ কনফেডারেশন অব নর্থবেঙ্গল এন্ড সিকিম জার্নালিস্টের পক্ষ থেকে উত্তরকন্যার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় । সাংবাদিক সংগঠনের সভাপতি অলিপ মিত্র, সম্পাদক অংশুমান চক্রবর্তী জানান, জলপাইগুড়ির কৃষ্ণ দাস নামে তৃণমূল নেতা সাংবাদিকদের উপর আক্রমণ ও জাতীয় সড়ক অবরোধ করে কুশপুতুল জ্বালানোর ঘটনা ঘটিয়েছেন ।

অলিপ মিত্র বলেন, "মুখ্যমন্ত্রীর দপ্তর উত্তরকন্যার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম বিষয়টা ৷ আশা করি, মুখ্যমন্ত্রী এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ।"

Last Updated : Nov 7, 2019, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details