জলপাইগুড়ি, 4 ডিসেম্বর: বুনো দাঁতালের তাণ্ডব । জাতীয় সড়কে উঠে এল দাঁতাল । এদিকে হাতি দেখে পালাতে গিয়ে বাসের সামনে এসে পড়ে একটি বাইক ৷ কোনও রকমে রেহাই পান বাইক চালক ৷ এদিকে দাঁতালের তাড়ায় পাশের জঙ্গলে প্রবেশ করে যাত্রীবাহী একটি বাস ৷ সোমবারের এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ৷ নিরাপত্তার স্বার্থে 'যাত্রাপ্রসাদ' ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন । ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পর্যটন ব্যবসায়ীরাও ৷
ইতিমধ্যেই গরুমারা জঙ্গলের 'যাত্রাপ্রসাদ' নজর মিনারে আগাম বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয় গরুমারা বন্যপ্রাণী বিভাগ । এদিকে টিকিট কেটে জঙ্গলে প্রবেশ করতে না পেরে গেটের সামনেই বিক্ষোভ দেখান প্রায় 50 জন পর্যটক । বিক্ষোভের খবর পয়েই ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। পাশাপাশি ডুয়ার্স টুরিজ্যম ডেভেলপমেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক দিব্যেন্দু দেব জানান, পর্যটকদের নিরাপত্তা রক্ষাই বন দফতরের দায়িত্ব । জঙ্গলে প্রবেশে বিধি-নিষেধ না করে পর্যটকদের নিরাপত্তা বাড়ানো উচিত বলে তিনি দাবি করেন ।