পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুনো দাঁতালের তাণ্ডব ! গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা - গরুমারা জাতীয় উদ্যান

Gorumara National Park: বুনো দাঁতালের তাণ্ডব। গরুমারা জাতীয় উদ্যানের যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল।

Gorumara National Park
বুনো দাঁতালের তাণ্ডব

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 2:13 PM IST

Updated : Dec 4, 2023, 2:48 PM IST

বুনো দাঁতালের তাণ্ডব

জলপাইগুড়ি, 4 ডিসেম্বর: বুনো দাঁতালের তাণ্ডব । জাতীয় সড়কে উঠে এল দাঁতাল । এদিকে হাতি দেখে পালাতে গিয়ে বাসের সামনে এসে পড়ে একটি বাইক ৷ কোনও রকমে রেহাই পান বাইক চালক ৷ এদিকে দাঁতালের তাড়ায় পাশের জঙ্গলে প্রবেশ করে যাত্রীবাহী একটি বাস ৷ সোমবারের এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ৷ নিরাপত্তার স্বার্থে 'যাত্রাপ্রসাদ' ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন । ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পর্যটন ব্যবসায়ীরাও ৷

ইতিমধ্যেই গরুমারা জঙ্গলের 'যাত্রাপ্রসাদ' নজর মিনারে আগাম বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয় গরুমারা বন্যপ্রাণী বিভাগ । এদিকে টিকিট কেটে জঙ্গলে প্রবেশ করতে না পেরে গেটের সামনেই বিক্ষোভ দেখান প্রায় 50 জন পর্যটক । বিক্ষোভের খবর পয়েই ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। পাশাপাশি ডুয়ার্স টুরিজ্যম ডেভেলপমেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক দিব্যেন্দু দেব জানান, পর্যটকদের নিরাপত্তা রক্ষাই বন দফতরের দায়িত্ব । জঙ্গলে প্রবেশে বিধি-নিষেধ না করে পর্যটকদের নিরাপত্তা বাড়ানো উচিত বলে তিনি দাবি করেন ।

শনিবার লাটাগুড়ির জঙ্গলের বড় দিঘি বিটের এস এস ফোর কম্পার্টমেন্টে হাতির হানায় মৃত্যু হয়েছিল এক মহিলার ৷ মৃত নুরজাহান বেগম (51) বামনী বনবস্তির বাসিন্দা ৷ ঘটনার দিন জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল লাটাগুড়ি চালসা গামী 31 নং জাতীয় সড়কে হঠাৎ উঠে পড়ে বুনো দাঁতাল হাতিটি । হাতির সামনে এক বাইক আরোহী এসে পড়ায় দাঁতালটি তাড়া করে । বাইক আরোহী কোনও মতে পালিয়ে গেলেও ৷ যাত্রীবাহী একটি পর্যটকদের বাসকে তাড়া করে দাঁতালটি ৷ নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে যায় বাসটি ৷ তবে বরাত জোড়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা। হাতি বাসের দিকে আসতে দেখে গাড়ি থেকে তড়িঘড়ি নেমে পালাতে থাকেন যাত্রীরা । জাতীয় সড়কে আটকে পড়েন পর্যটকরাও। হাতিটির আচরণে, সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় বনদফতর ।

আরও পড়ুন:

  1. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু কামরূপে
  2. হাতির রসনা তৃপ্তির অভিনব উপায়ে তাণ্ডব থেকে জনবসতিকে রক্ষা করছে অসমের এনজিও
  3. হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী
Last Updated : Dec 4, 2023, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details