জলপাইগুড়ি, 14 মে: 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে মন্ত্রীর মেয়ের । অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইকের মেয়ে সুষমা মাল ব্লকের রাঙামাটি চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । 2016 সালে নিয়োগপত্র পান তিনি । তারপর থেকে চাকরি করছেন । চাকরি বাতিল হবে যাঁদের, সেই তালিকায় তাঁর নাম রয়েছে ।
তবে রাজ্যের মন্ত্রী তথা তাঁর বাবা বুলুচিক বরাইক যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, তাঁর মেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেবে ৷ তিনি বলেন, "মহামান্য আদালতের রায় নিয়ে আমি কিছু বলব না । আদালতের উপর আমার আস্থা রয়েছে । তবে আমার মেয়ে যথেষ্ট যোগ্য ও উপযুক্ত । সে দুই বার ডব্লুবিসিএস লিখিত পরীক্ষায় পাশ করেছে । ভাইবাও দিয়েছে । শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো । সে পরীক্ষায় বসে চাকরি পেয়েছে । আবারও পরীক্ষা হলে দেবে । আমার বিশ্বাস সে আবারও নিজের যোগ্যতার প্রমাণ দেবে ৷"