পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Primary Recruitment Scam: 36000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম মন্ত্রীর মেয়ের - অভিজিৎ গঙ্গোপাধ্যায়

36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইকের মেয়ে সুষমার ৷

Buluchik Baraik
বুলুচিক বরাইক

By

Published : May 14, 2023, 1:10 PM IST

জলপাইগুড়ি, 14 মে: 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে মন্ত্রীর মেয়ের । অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইকের মেয়ে সুষমা মাল ব্লকের রাঙামাটি চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । 2016 সালে নিয়োগপত্র পান তিনি । তারপর থেকে চাকরি করছেন । চাকরি বাতিল হবে যাঁদের, সেই তালিকায় তাঁর নাম রয়েছে ।

তবে রাজ্যের মন্ত্রী তথা তাঁর বাবা বুলুচিক বরাইক যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, তাঁর মেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেবে ৷ তিনি বলেন, "মহামান্য আদালতের রায় নিয়ে আমি কিছু বলব না । আদালতের উপর আমার আস্থা রয়েছে । তবে আমার মেয়ে যথেষ্ট যোগ্য ও উপযুক্ত । সে দুই বার ডব্লুবিসিএস লিখিত পরীক্ষায় পাশ করেছে । ভাইবাও দিয়েছে । শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট ভালো । সে পরীক্ষায় বসে চাকরি পেয়েছে । আবারও পরীক্ষা হলে দেবে । আমার বিশ্বাস সে আবারও নিজের যোগ্যতার প্রমাণ দেবে ৷"

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালে নিয়োগে অপ্রশিক্ষিত 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন । যদিও এই মুহূর্তে তাঁদের চাকরি যাচ্ছে না । তাঁরা আগামী 4 মাস চাকরি করবেন এবং প্যারাটিচারের বেতন পাবেন । ইতিমধ্যে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা আবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন । যোগ্য হলে নিযুক্ত হবেন এবং সে ক্ষেত্রে তাঁদের সিনিয়রিটি নষ্ট হবে না ।

সদ্য বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকের তালিকায় রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইকের মেয়ে সুষমার নাম থাকায় তাই নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে ৷ যদিও মেয়ের যোগ্যতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মন্ত্রী বুলুচিক বরাইক । চাকরি বাতিলের তালিকায় নাম থাকা নিয়ে প্রশ্ন করা হলে এ নিয়ে কিছু বলতে চাননি মন্ত্রী-কন্যা সুষমা ৷

আরও পড়ুন:36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details