পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মমতা-মোদির - মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা বিসর্জন চলছিল ৷ সেই সময় হঠাৎ হড়পা বান আসে ৷ জলের স্রোতে ভেসে যান বহু মানুষ ৷ মারা গিয়েছেন 8 জন ৷ এই ঘটনায় ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার এবং মোদি সরকারও (Ex gratia by Mamata Banerjee and Narendra Modi) ৷

Durga Idol Immersion Incident
ETV Bharat

By

Published : Oct 6, 2022, 1:15 PM IST

Updated : Oct 6, 2022, 2:39 PM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর: দশমীর রাতে নদীতে ভেসে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ৷ জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছিল ৷ রাত সাড়ে 8টা নাগাদ হঠাৎ হড়পা বান নেমে আসে নদীতে ৷ নদীর স্রোতে ভেসে যান বহু মানুষ ৷ বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা 7 ছিল ৷ আজ তা 8 হয়েছে ৷ এতে মালবাজারের চা বাগান এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন । এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীম মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ সকালেই এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ পরে আরেকটি টুইট করে তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷"

বৃহস্পতিবার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । একইসঙ্গে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee Tweets)। টুইট করে তিনি লিখেছেন, "দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আছড়ে পড়ে । ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি ।" তিনি আরও জানান, 13 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন । মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: জলপাইগুড়িতে উদ্ধারকার্য, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বুধবার রাত সাড়ে 8টা নাগাদ মালবাজারের মাল নদীতে দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখতে দর্শনার্থীদের ভিড় হয় নদীর দু'ধারে । নিয়মমাফিক নদীতে নেমে মা'কে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিরঞ্জন পালা যখন পুরোদমে চলছে, তখন হঠাৎ সবার অজান্তে ধেয়ে আসে হড়পা বান । যাঁরা নদীতে নেমেছিলেন তাঁরা তলিয়ে যান । স্রোতের অভিঘাত এতটাই ছিল যে, যে ট্রাকে দুর্গা প্রতিমা আনা হয়েছিল সেই ট্রাকও স্রোতে ভেসে গিয়েছে ।

আরও পড়ুন: জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দুর্ঘটনার দায় কার ? উঠছে প্রশ্ন

Last Updated : Oct 6, 2022, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details