পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Rain : তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ি, জারি সতর্কতা - Tista River

পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী । তাতেই আচমকা তিস্তা নদীর জলস্ফীতি । অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তা নদীতে ।

jalpaiguri waterlogged due to heavy rain
Jalpaiguri Rain : তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ি, জারি সতর্কতা

By

Published : Oct 20, 2021, 1:43 PM IST

জলপাইগুড়ি, 20 অক্টোবর : আচমকা তিস্তা নদীর জলস্ফীতি । সারারাত বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালালেন জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপার । পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী । গতকাল, মঙ্গলবার রাত থেকেই দোমোহনী থেকে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তা নদীতে ।

এদিকে লাগাতার বৃষ্টির জলে জলমগ্ন জলপাইগুড়ি শহরের বেশকিছু এলাকা । তিস্তা নদীর জল ঢুকে জলমগ্ন নন্দনপুর বোয়ালমারি, বাহিরচর, খেংগির চর, মোতিয়ার চর-সহ মালবাজার মহকুমার চাপাডাঙ্গা এলাকা । স্থানীয় মানুষকে নিরাপদে রাখতে রাত থেকে তিস্তা নদী সংলগ্ন সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :Rain In Darjeeling : তিস্তার জলে ডুবল জাতীয় সড়ক, আলগাড়ায় মৃত 1 ; বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা জানান, 350 জনকে উদ্ধার করা হয়েছে । জেলায় সমস্ত চর এলাকা জলমগ্ন হয়েছে । যেখানে জল জমেছে সেখানে ভয়ের কিছু নেই । ময়নাগুড়ি, ক্রান্তি, মালবাজার এলাকায় জল জমেছে দশ হাজার মানুষকে সরিয়ে আনার চেষ্টা হচ্ছে ।

তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ি

তিনি জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে ৷ নতুন সেতুর পিলারগুলির অবস্থা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে । কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে । রাস্তার উপর দিয়ে জল বইছে । এখন এনডিআরএফ ও সিভিল ডিফেন্সকে কাজে নামানো হয়েছে । পদমতি এলাকায় উদ্ধার চলছে । পাতকাটা গ্রাম পঞ্চায়েতের, সদরে 18 টি নৌকা উদ্ধারকার্যে নামানো হয়েছে রাত থেকেই ।

আরও পড়ুন :Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্ত নগর কলোনি তিস্তা জলে ডুবে গিয়েছে । সেখানে উদ্ধারকার্য চলছে । স্থানীয়রা তিস্তার বাঁধে উঠে আসছে । অন্যদিকে পাহড়ে লাগাতার তিস্তার ফলে গাজলডোবা ব্যারেজ থেকে আজ, বুধবার সকালে জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি সেচ দফতর সূত্রে । গাজোলডোবা ব্যারেজের লগ গেটের উপর দিয়ে জল বের হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details