জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: জটিল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ ফেরাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির মূত্রথলি থেকে মঙ্গলবার আধ কিলো ওজনের পাথর বের করেন এখানকার শল্য চিকিৎসকরা(Critical Surgery)।
জলপাইগুড়ির মোহিতনগরের বাসিন্দা বছর ঊনচল্লিশের অনন্ত শিকদার পেশায় দিনমজুর । বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন । জলপাইগুড়ির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসককে দেখালে তিনি প্রথমে আল্ট্রাসনোগ্রাফি করতে বলেন ৷ তারপর রিপোর্ট দেখে বাইরের রাজ্যে গিয়ে অপারেশন করার পরামর্শ দেন ৷
এরপর গ্রামেরই এক মহিলার কাছে শোনেন তাঁর টিউমার ও কিডনির পাথর অপারেশন করে দিয়েছেন সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সঞ্জীব রায় । এরপর অনন্তবাবু চিকিৎসক সঞ্জীব রায়ের কাছে যান ৷ তাঁকে সব কিছু জানানোর পর রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে একটি টিম করে অপারেশনের সিদ্ধান্ত নেন সঞ্জীববাবু ।