পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Critical Surgery at Jalpaiguri: মূত্রথলিতে আধ কিলো পাথর! জটিল অস্ত্রোপচারে সাফল্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটির - Critical Surgery Jalpaiguri Superspeciality

জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজর অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল(Jalpaiguri Superspeciality Hospital)৷ সফল অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে 500 গ্রাম ওজনের পাথর বের করে রোগীকে সুস্থ করে তুললেন এখানকার চিকিৎসকরা ৷

ETV Bharat
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল

By

Published : Sep 21, 2022, 7:55 AM IST

Updated : Sep 21, 2022, 8:15 AM IST

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: জটিল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ ফেরাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির মূত্রথলি থেকে মঙ্গলবার আধ কিলো ওজনের পাথর বের করেন এখানকার শল্য চিকিৎসকরা(Critical Surgery)।

জলপাইগুড়ির মোহিতনগরের বাসিন্দা বছর ঊনচল্লিশের অনন্ত শিকদার পেশায় দিনমজুর । বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন । জলপাইগুড়ির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসককে দেখালে তিনি প্রথমে আল্ট্রাসনোগ্রাফি করতে বলেন ৷ তারপর রিপোর্ট দেখে বাইরের রাজ্যে গিয়ে অপারেশন করার পরামর্শ দেন ৷

এরপর গ্রামেরই এক মহিলার কাছে শোনেন তাঁর টিউমার ও কিডনির পাথর অপারেশন করে দিয়েছেন সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সঞ্জীব রায় । এরপর অনন্তবাবু চিকিৎসক সঞ্জীব রায়ের কাছে যান ৷ তাঁকে সব কিছু জানানোর পর রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে একটি টিম করে অপারেশনের সিদ্ধান্ত নেন সঞ্জীববাবু ।

আরও পড়ুন :জরায়ুতে দুটি নালি, বিরল অস্ত্রোপচারে সাফল্য কৃষ্ণনগর সদর হাসপাতালের

এরপর হাসপাতালের সার্জারি 1 ইউনিটের চার শল্য চিকিৎসক সঞ্জীব রায়, পিনাকী বৈদ্য, জে এস রায় বসুনিয়া ও ডাক্তার ফারহানকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চিকিৎসকেরা 500 গ্রামের পাথর বের করতে সফল হন(Critical Surgery at Jalpaiguri Superspeciality Hospital)।

অপারেশন শেষে শল্য চিকিৎসক সঞ্জীব রায় বলেন, "এত বড় আকারের পাথর এই প্রথম দেখলাম । রোগীর সফল অপারেশন করতে পেরে আমরা খুশি ।"

জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খান বলেন, "রোগীকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ । চিকিৎসকদের এমন সাফল্যে খুশি কলেজ কর্তৃপক্ষ ৷"

আরও পড়ুন :10 বছর পর বিরল টিউমার থেকে রেহাই, জটিল অস্ত্রোপচারে সাফল্য মেদিনীপুর হাসপাতালের

Last Updated : Sep 21, 2022, 8:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details