জলপাইগুড়ি, 15 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে তার জন্য টাস্ক ফোর্সের বৈঠক হল জলপাইগুড়ি পৌরসভায়। জলপাইগুড়ির সব স্বাস্থ্য় কেন্দ্রের কর্মী সহ চিকিৎসকদের ভ্যাকসিন দেওয়ার জন্য ডেটা ব্যাঙ্ক তৈরি করছে পৌরসভা। এদিন জলপাইগুড়ি পৌরসভার স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে একসঙ্গে নিয়ে বৈঠক হয়।
কোরোনার ভ্য়াকসিনেশন নিয়ে জলপাইলগুড়ি পৌরসভার বৈঠক
বৈঠক শেষে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘আগামিকাল থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। পুরসভার এলাকায় কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে? কত জনকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে? তা নিয়ে পর্যালোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনেই আমরা কাজ করবো। পৌরসভার প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে ভ্যাকসিন দেবার জন্য কাজ শুরু করেছে পৌরসভা।’’
বৈঠক শেষে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্য়ায় বলেন, ‘‘আগামিকাল থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। পৌরসভার এলাকায় কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে? কত জনকে প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে? তা নিয়ে পর্যালোচনা হয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের গাইড লাইন মেনেই আমরা কাজ করবো। পৌরসভার প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে ভ্যাকসিন দেবার জন্য কাজ শুরু করেছে পৌরসভা।’’
আরও পড়ুন : বর্ধমানে পৌঁছাল কোভিড ভ্যাকসিন
পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাত জানান, আমরা একটা ডেটা ব্যাঙ্ক তৈরি করেছি। যাতে নাগরিক কত রয়েছে কোন ওয়ার্ডে কত তার একটা চিত্র আসে। স্বাস্থ্য দপ্তর যেভাবে বলবে আমরা সেই ভাবেই কোরোনার ভ্যাকসিন দেবার কাজ শুরু করা হবে।