জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার জন্য জলপাইগুড়ি শহরে বিনামূল্যে ই-রিক্সা পরিষেবা (Free E Rickshaw Service to Madhyamik Examinees) দেবে তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন পঞ্চায়েতের প্রত্যেক পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ই-রিক্সা চালকরা দাঁড়িয়ে থাকবেন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। জলপাইগুড়ি শহরে এই বিনামূল্যের ই-রিক্সা পরীক্ষার দিনগুলো ঘুরবে কেবল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য (INTTUC Will Provide Free E-Rickshaw Service) ।
শহরের ই-রিক্সার বাড়বাড়ন্তের ফলে মাধ্যমিক পরীক্ষার সময় যাতে কোনওভাবেই শহরে যানজটের সৃষ্টি না-হয় সেই কারণে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। কারণ জলপাইগুড়ি শহরে প্রায় দশ হাজার ই-রিক্সা চলাচল করে। কোনও জায়গায় ই-রিক্সাকে দাঁড়াতে দেওয়া হবে না। আইএনটিটিইউসি (INTTUC)-এর সদর ব্লকের সভাপতি পূর্ণব্রত মিত্র বলেন, "আমরা মাধ্যমিক পরীক্ষার জন্য বিনামূল্যে ই-রিক্সা চালাব। শহরজুড়ে 70টি ই-রিক্সা চালানো হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ই-রিক্সায় ফ্রি সার্ভিস লেখা থাকছে। 'ফ্রি সার্ভিস ফর মাধ্যমিক এক্সাম' লেখা ই-রিক্সা গুলো শহর ঘুরবে।