পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmir Bhandar : অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ, গ্রেফতার 4 - অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ

অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ট বলে জানা গিয়েছে ৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা মানতে চায়নি ৷

s
s

By

Published : Aug 13, 2021, 4:50 PM IST

Updated : Aug 13, 2021, 5:28 PM IST

জলপাইগুড়ি, 13 অগস্ট : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিক্রি ও ফিল আপ করে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার 4 । রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকা থেকে এই চারজনকে গ্রেফতার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ । গ্রেফতার হওয়া চারজনের নাম বাপি দে সরকার, বাপ্পা দে সরকার, শিখা দে সরকার ও বিশ্বজিৎ মহন্ত। ধৃতদের কম্পিউটার ও প্রিন্টার মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

অভিযুক্তদের সঙ্গে শাসকদলের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে । বাপ্পা দে সরকার আমবাড়ি এলাকার তৃণমূলের এসসিএসটি সেলের বুথ সভাপতি । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তা মানতে চায়নি । অভিযুক্তরা জলপাইগুড়ি শহরেও বিভিন্ন ওয়ার্ডে অবৈধভাবে অর্থের বিনিময়ে ফর্ম বিলি করছিলেন বলে অভিযোগ ৷

অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রির অভিযোগ ৷

আরও পড়ুন: Mamata Banerjee : 16 অগস্ট থেকে দুয়ারে সরকার, মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বিক্রি ও ফিল আপের অভিযোগ এসেছিল রাজগঞ্জ ব্লক থেকে। আমবাড়ি ফাঁড়ির পুলিশ চারজনকে গ্রেফতার করেছে । দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়ার কথা বলেছে সরকার ৷ কিন্তু অভিযুক্তরা আগেই ইন্টারনেট থেকে ওই প্রকল্পের ফর্ম নামিয়ে বিক্রি করছে বলে অভিযোগ । তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

Last Updated : Aug 13, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details