পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malbazar Incident: স্থায়ী চাকরি চাই, হোমগার্ডের চাকরি ফেরত হড়পা বানে নিহতের ভাইয়ের - হোমগার্ডের চাকরি ফেরত হড়পা বানে নিহতের ভাইয়ের

যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরির দাবি ৷ হোমগার্ডের চাকরি ফিরিয়ে দিলেন মালবাজারের হড়পা বানে (Malbazar Incident) নিহতের ভাই ৷ চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে (CM) ৷

Harpa Ban victims brother refuse to take Home guard job
Harpa Ban victims brother refuse to take Home guard job

By

Published : Nov 7, 2022, 10:16 PM IST

জলপাইগুড়ি, 7 নভেম্বর: মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হোমগার্ডের চাকরি ফিরিয়ে দিলেন মালবাজারের হড়পা বানে নিহতের ভাই (victim brother refuse to take Home guard job) ৷ পরিবর্তে যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরির দাবি জানিয়েছেন সুদীপ পোদ্দার ৷ এর জন্য জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন তিনি ।

গত 5 অক্টোবর মালবাজারের মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে হড়পা বানে মৃত্যু হয় সুস্মিতা পোদ্দার-সহ আট জনের । এরপর মালবাজার সফরে এসে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । তিনি মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলান্টিয়ারের চাকরির প্রস্তাব দেন ৷ সেখানে সুস্মিতার ভাই সুদীপ পোদ্দারকেও এই চাকরি দেওয়া হবে বলে জানানো হয় । সেই মতো তাঁর হাতে পুলিশ সুপারের তরফে ইস্যু করা এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় ৷ কিন্তু তাতে উল্লেখ রয়েছে 'ভলেন্টিয়ার ইন নেচার' ৷ অর্থাৎ হোমগার্ডের চাকরি দেওয়া হবে তাঁকে ৷ যা সম্পূর্ণরূপে অস্থায়ী চাকরি বলে দাবি সুদীপের (Malbazar Incident) ।

মুখ্যমন্ত্রীকে চিঠি হড়পা বানে নিহতের ভাইয়ের

আরও পড়ুন:মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর

এরপরই মুখ্যমন্ত্রীকে আবেদন করে একটি চিঠি লেখেন সুদীপ ৷ যেখানে তিনি উল্লেখ্য করেছেন, হোমগার্ডের চাকরি অস্থায়ী ৷ যখন দরকার তখন নেওয়া হবে কাজে । তাই মুখ্যমন্ত্রীকে তিনি আবেদন জানান, স্থায়ী চাকরি দেওয়া হোক তাঁকে ৷ হোমগার্ডের চাকরি নিতে সুদীপ রাজি নন ৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাল শহরেই পরিবারের সঙ্গে থেকে সরকারি স্থায়ী চাকরি দেওয়া হয় তাঁকে ৷ তাহলেই সেই চাকরি করবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details