ধূপগুড়ি, 6 অগস্ট: পুলিশি তৎপরতায় ব্যর্থ ডাকাতির ছক । গ্রেফতার করা হল সাত অভিযুক্তকে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠ এলাকায় ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10.30টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে, বেশকিছু দুষ্কৃতী ফনির মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করছে । খবর মিলতেই ধূপগুড়ি থানার এএসআই আলতাফ হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয় । বেআইনিভাবে মজুত ধারালো বেশকিছু অস্ত্র-সহ মোট 7 জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।
আরও পড়ুন:জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী