জলপাইগুড়ি, 9 মার্চ : দোল উৎসবে পশুর মাংস খেয়ে দোলের আনন্দ পালন করে জনজাতিরা । সেই সুযোগে চোরাশিকারিরা উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঢুকে শিকার করতে পারে । শিকার উৎসবকে কাজে লাগিয়ে বন্যপ্রাণী হত্যা করতে পারে, আশঙ্কা এমনই । সজাগ বনদপ্তরও । তাই দোল উৎসব ও হোলির দু'দিন উত্তরবঙ্গের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনদপ্তর । গোরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান ,বক্সা,মহানন্দা সহ চাপড়ামারি জঙ্গলে পর্যটকরা ঢুকতে পারবেন না ।
এই সময় উত্তরবঙ্গের বেশকিছু জনজাতি শিকার করে থাকেন । সেই সময় জঙ্গলে প্রবেশ করে কেউ যাতে শিকার করতে না যায় সেই জন্য বনবস্তির বাসিন্দাদের সচেতন করা হয়েছে বনদপ্তর ও পরিবেশপ্রেমীদের তরফে ৷