পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের - জলপাইগুড়ির খবর

সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এ যোগ দেওয়া উচিত ৷ এমনটাই মনে করেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বৃহস্পতিবার জলপাইগুড়িতে এ কথা বলেন তিনি ৷

dilip ghosh asks civic volunteers to join agnipath scheme
Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের

By

Published : Jun 23, 2022, 1:45 PM IST

জলপাইগুড়ি, 23 জুন: পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এ যোগ দেওয়ার আবেদন জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বৃহস্পতিবার জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপি কার্যালয়ে বসে রাজ্যের যুবদের প্রতি এই আহ্বান জানান তিনি ৷ দিলীপের বক্তব্য, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে নির্বাচিত করা হয়, সেই বিষয়ে তাঁর সঠিক ধারণা নেই ৷ তবে, সিভিক ভলান্টিয়াররা মাসে যা বেতন পান, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয় ৷ তাই তাঁদের অন্তত অগ্নিপথ প্রকল্পে নাম লেখানো উচিত বলেই মনে করেন দিলীপ ৷

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে প্রতিবাদ শুরু হতেই সোশ্য়াল মিডিয়াতেও এ নিয়ে রঙ্গ, তামাশা শুরু হয় ৷ অনেকেই অগ্নিপথ প্রকল্পকে সিভিক ভলান্টিয়ার কর্মসূচির সঙ্গে তুলনা করেন ৷ যদিও দিলীপের বক্তব্য, অগ্নিপথের সঙ্গে সিভিক ভলান্টিয়ার কর্মসূচির কোনও তুলনায় হয় না ৷ কারণ, অগ্নিপথের অধীনে যাঁরা চাকরি পাবেন, তাঁরা মাসে অনেক বেশি বেতন পাবেন ৷ তাঁদের পোশাক থেকে থাকা-খাওয়ার খরচ, সবকিছুরই জোগান দেবে কেন্দ্রীয় সরকার ৷ ফলে সিভিক ভলান্টিয়ারদের অবশ্যই অগ্নিবীর হিসাবে কাজে যোগ দেওয়া উচিত বলে মনে করেন দিলীপ ৷

রাজ্যের যুবদের বার্তা বিজেপি নেতার ৷

আরও পড়ুন:Agnipath Scheme: অগ্নিপথের প্রতিবাদে বর্ধমানের রাস্তায় বাম ছাত্র সংগঠন

এ দিন জলপাইগুড়িতে বিজেপি-র দলীয় কার্যালয়ে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের বলিদান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিলীপ ৷ সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের আসন্ন ভোট নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী ৷ তাঁর অনুমান, বিজেপি ভোটে ভালো ফল করবে ৷ একইসঙ্গে, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, প্রশাসনের উদ্দেশে তা নিশ্চিত করার বার্তাও দেন দিলীপ ৷

ABOUT THE AUTHOR

...view details