জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে দুর্গাপূজার চাঁদা আদায় করার অভিযোগ । আসরে নামলেন পুলিশ সুপার । রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুমের অভিযোগে পুজো কমিটির সদস্যদের ধরলেন তিনি । গ্রেফতার দু'জন পুজো কমিটির সদস্য । ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারিতে ঘটনাটি ঘটেছে । দু'জনকে ধরে ময়নাগুড়ি থানার হাতে তুলে দিলেন পুলিশ সুপার ।
ময়নাগুড়ির চাঁদার জুলুমের ঘটনা প্রায়শই ঘটে আসছে । বিশেষ করে মৌয়ামারি, দোমহনী এলাকায় । প্রায়দিনই ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে চাঁদা তোলার অভিযোগ আসছিল । আজ তা হাতেনাতে প্রমাণ পেলেন পুলিশ সুপার । রাস্তা আটকে জোর করে যুব চেতনা সংঘের পরিচালনায় দক্ষিণ মৌয়ামারি সার্বজনীন দুর্গাপুজা কমিটির হয়ে চাঁদা তোলা হচ্ছিল (CP detained two people for forcefully collecting durga puja donation )।