পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Donation: রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুম! পুজো কমিটির সদস্যদের পাকড়াও পুলিশ সুপারের - রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুম

প্রায়দিনই ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে চাঁদা তোলার অভিযোগ আসছিল (Durga Puja Donation) । পুজো কমিটির সদস্যদের ধরলেন পুলিশ সুপার খোদ (CP detained two people) ।

CP detained two people for forcefully collecting durga puja donation
CP detained two people for forcefully collecting durga puja donation

By

Published : Sep 19, 2022, 10:58 PM IST

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে দুর্গাপূজার চাঁদা আদায় করার অভিযোগ । আসরে নামলেন পুলিশ সুপার । রাস্তায় গাড়ি আটকে চাঁদার জুলুমের অভিযোগে পুজো কমিটির সদস্যদের ধরলেন তিনি । গ্রেফতার দু'জন পুজো কমিটির সদস্য । ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারিতে ঘটনাটি ঘটেছে । দু'জনকে ধরে ময়নাগুড়ি থানার হাতে তুলে দিলেন পুলিশ সুপার ।

ময়নাগুড়ির চাঁদার জুলুমের ঘটনা প্রায়শই ঘটে আসছে । বিশেষ করে মৌয়ামারি, দোমহনী এলাকায় । প্রায়দিনই ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে চাঁদা তোলার অভিযোগ আসছিল । আজ তা হাতেনাতে প্রমাণ পেলেন পুলিশ সুপার । রাস্তা আটকে জোর করে যুব চেতনা সংঘের পরিচালনায় দক্ষিণ মৌয়ামারি সার্বজনীন দুর্গাপুজা কমিটির হয়ে চাঁদা তোলা হচ্ছিল (CP detained two people for forcefully collecting durga puja donation )।

আরও পড়ুন:বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো, থাকে মনপসন্দ খাবার

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "আজ জলপাইগুড়ি থেকে বানারহাট যাবার সময় দেখি রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে চাঁদা তোলা হচ্ছে । তৎক্ষনাৎ যুব চেতনা সংঘের দুই জন চাঁদা আদায়কারীকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রত্যেক থানাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোনওভাবেই যাতে কোন ক্লাব রাস্তা থেকে জোর করে চাঁদা না তোলে ।"

ABOUT THE AUTHOR

...view details