জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারি : আজ সকালে জলপাইগুড়ি শহরের এক হোটেল থেকে উদ্ধার হল দম্পতির মৃতদেহ। তাঁদের নাম প্রদীপ বসাক (৩৬) ও সুপ্রিয়া রায় বসাক (২৬)। হোটেলের ঘরের দরজা ভেঙে জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটিকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে ওই দম্পতির বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জলপাইগুড়ির হোটেল থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ - body recover from hotel
আজ সকালে হোটেলের দরজা ভেঙে তাঁদের দেহ উদ্ধার হয়। সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
জলপাইগুড়ির থানা মোড় সংলগ্ন একটি হোটেলে স্ত্রী ও ৪ বছরের সন্তানকে নিয়ে গতকাল উঠেছিলেন প্রদীপবাবু। আজ ভোরে ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে হোটেলের কর্মীদের। কর্মীরা দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনও সাড়া পাননি। তারপর হোটেলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেহদুটি উদ্ধার করে। প্রদীপবাবুর দেহ বিছানায় পড়েছিল। সুপ্রিয়াদেবীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল সিলিং থেকে। শিশুটি বিছানায় বসে কাঁদছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রদীপবাবু কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ফালাকাটায় প্রদীপবাবুর পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।