পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Nabo Jowar: তৃণমূলের গণভোটে এবার ভোটদান নাবালিকার ! বিতর্ক জলপাইগুড়িতে - তৃণমূলের নব জোয়ার জলপাইগুড়িতে

শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটায় তৃণমূলের প্রার্থী নির্বাচনের গণভোট হয় ৷ সেই ভোট প্রক্রিয়ায় নাবালিকারাও ভোট দিয়েছে বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 28, 2023, 11:01 PM IST

Updated : Apr 29, 2023, 11:31 AM IST

জলপাইগুড়িতে তৃণমূলের গণভোটে এবার ভোটদান নাবালিকার

জলপাইগুড়ি, 28 এপ্রিল : তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে পঞ্চায়েতে দলের প্রার্থী বাছাইয়ের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে ৷ এই কর্মসূচির মুখ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গণভোটের প্রচারে একাধিকবার মুখ খুলেছেন, দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন এই ভোট নিয়ে নিজেদের মধ্যে কোন্দল না করতে ৷ কিন্তু ঘাসফুল শিবিরের এই গণভোট কর্মসূচি দিনদিন দলের অস্বস্তির কারণ হয়ে উঠছে ৷ এর আগে কোচবিহারের গোসানিমারিতে ব্যালট বক্স লুঠ ও এই গণভোটে ছাপ্পার অভিযোগ উঠেছিল ৷ এবার অভিযোগ উঠল এক নাবালিকার ভোট দেওয়ার ৷

শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটার বীর বিরসা মুণ্ডা মোড়ে জওহর নবোদয় বিদ্যালয়ের মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের সভার পর এদিন সেখান গণভোট শুরু হয় ৷ দেওয়া হয় ব্যালট বক্স ৷ বিলি করা হয় ব্যালট পেপার ৷ দেখা গিয়েছে এই ভোটে অংশ নিয়ে কয়েকজন নাবালিকাও ভোটদান করছে ৷ তার দাবি তৃণমূল কর্মী দাদাদের পরামর্শেই সে ভোট দিয়েছে ৷

নাগরাকাটা চ্যাংমারি চা বাগানের একাদশ শ্রেণির ছাত্রী এলেস্ট্রা হেমব্রম, প্রেমা হেমব্রমরা এদিন তৃণমূলের এই গণভোটে অংশ নেয় ৷ তাদের বয়স 18 এর নীচে ৷ স্বাভাবিকভাবেই নেই ভোটাধিকার ও ভোটার কার্ড ৷ তাহলে কী করে তারা এই গণভোটে অংশ নিল? তাদের জবাব, দাদারা ভোট দিতে বলেছেন তাই তারাও ভোট দিয়েছে । শুধু তাই নয় নাগরাকাটা তৃণমূল কংগ্রেসের এই ভোটগ্রহণ কেন্দ্রে এক একজন কর্মী-সমর্থকরা ভোট দিয়েছেন চারটে-পাঁচটে করে, এমনটাই অভিযোগ ।

এই ঘটনায় বিরোধীরা শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি ৷ যাদের ভোটাধিকারই তৈরি হয়নি, তারা কীভাবে প্রার্থী বাছাইয়ে মত জানাতে পারে, সেই প্রশ্ন উঠছে ৷ এর ফলে জনগণের আসল মত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রতিফলিত হবে কি না, সেই প্রশ্নও উঠছে ৷ বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী এই ভোটদানকে কটাক্ষ করে বলেন,"আগামী দিনে মায়ের বুকের দুধ খায় যারা, তারাও ভোটদান করবে । তৃণমূল কংগ্রেসের উশৃঙ্খল দল, তাদের এতে কিছু এসে যায় না ৷ আজ গোপনে ব্যালটে প্রার্থী বাছাই নিয়ে যা করছে তা হাস্যকর ।"

আরও পড়ুন: নব জোয়ারে এবার তিহাড় যাত্রা হবে, অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে,জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তর কথায়, তৃণমূল কংগ্রেস আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত অগণতান্ত্রিক দল । এদের নির্বাচন জেতা মানে পেশা, জনসেবা নয় ।

Last Updated : Apr 29, 2023, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details