জলপাইগুড়ি, 28 এপ্রিল : তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে পঞ্চায়েতে দলের প্রার্থী বাছাইয়ের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে ৷ এই কর্মসূচির মুখ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গণভোটের প্রচারে একাধিকবার মুখ খুলেছেন, দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন এই ভোট নিয়ে নিজেদের মধ্যে কোন্দল না করতে ৷ কিন্তু ঘাসফুল শিবিরের এই গণভোট কর্মসূচি দিনদিন দলের অস্বস্তির কারণ হয়ে উঠছে ৷ এর আগে কোচবিহারের গোসানিমারিতে ব্যালট বক্স লুঠ ও এই গণভোটে ছাপ্পার অভিযোগ উঠেছিল ৷ এবার অভিযোগ উঠল এক নাবালিকার ভোট দেওয়ার ৷
শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটার বীর বিরসা মুণ্ডা মোড়ে জওহর নবোদয় বিদ্যালয়ের মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের সভার পর এদিন সেখান গণভোট শুরু হয় ৷ দেওয়া হয় ব্যালট বক্স ৷ বিলি করা হয় ব্যালট পেপার ৷ দেখা গিয়েছে এই ভোটে অংশ নিয়ে কয়েকজন নাবালিকাও ভোটদান করছে ৷ তার দাবি তৃণমূল কর্মী দাদাদের পরামর্শেই সে ভোট দিয়েছে ৷
নাগরাকাটা চ্যাংমারি চা বাগানের একাদশ শ্রেণির ছাত্রী এলেস্ট্রা হেমব্রম, প্রেমা হেমব্রমরা এদিন তৃণমূলের এই গণভোটে অংশ নেয় ৷ তাদের বয়স 18 এর নীচে ৷ স্বাভাবিকভাবেই নেই ভোটাধিকার ও ভোটার কার্ড ৷ তাহলে কী করে তারা এই গণভোটে অংশ নিল? তাদের জবাব, দাদারা ভোট দিতে বলেছেন তাই তারাও ভোট দিয়েছে । শুধু তাই নয় নাগরাকাটা তৃণমূল কংগ্রেসের এই ভোটগ্রহণ কেন্দ্রে এক একজন কর্মী-সমর্থকরা ভোট দিয়েছেন চারটে-পাঁচটে করে, এমনটাই অভিযোগ ।