জলপাইগুড়ি, 4 অক্টোবর: তিস্তা নদী সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামের বাসীন্দাদের উদ্ধারে নামল বিএসএফ । বুধবার তিস্তায় নদীর টাকিমমারি এলাকার জলে ভেসে উঠে তিনটি মৃতদেহ । দেহগুলি পাহাড় থেকে এসেছে বলে মনে করা হচ্ছে । দেহগুলি উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বুধবার স্থানীয় মৎস্যজীবীরা দেহগুলি উদ্ধার করেছেন ৷
এদিকে তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। ক্রান্তি ব্লকের বাসুসুবা এলাকায় জল ঢুকতে শুরু করেছে । জলপাইগুড়ির মোতিয়ার চর পদমতির চর এলাকায় জল ঢুকেছে । কোনওরকম দুর্ঘটনা ঘটার আগেই তিস্তা নদীর তীরবর্তী এলাকায় মানুষদের নিরাপদে রাখতে উদ্ধারকার্যে নামল 40 ব্যাটেলিয়ানের বিএসএফ । ভারত বাংলাদেশ সীমান্তের দোমহনী থেকে মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় সকালেই সতর্কতা জারি করা হয়েছে । ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেখলিগঞ্জ এলাকার সিংপাড়া এলাকার বাসিন্দাদের স্পিড বোটের সাহা্য্যে উদ্ধার করে নিয়ে আসা হয় । এই এলাকাটি বাংলাদেশ সীমান্তের 300 মিটার আগে অবস্থিত। বিএসএফের সিংপাড়া গ্রামের 170 বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় প্রশাসন ও বিএসএফ যৌথ উদ্যোগে উদ্ধার কাজ চলছে । ইতিমধ্যেই বিএসএফের গোদাবরি ও সিংপাড়া বিওপির জওয়ানরা উদ্ধারকাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে জলপাইগুড়ি সেক্টর সূত্রে ।
আরও পড়ুন:বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম