পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিস্তা সেতুতে বোমাতঙ্ক

বোমতঙ্কের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তিস্তা সেতুতে যান চলাচল । নদীজুড়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ । বম্ব স্ক্যয়াডও নামানো হয় ।

Panic of bomb on the Teesta bridge
বোমাতঙ্ক তিস্তা সেতুতে

By

Published : Jun 3, 2020, 4:44 PM IST

জলপাইগুড়ি, 3 জুন : তিস্তা সেতুতে বোমাতঙ্ক । জলপাইগুড়ির জেলা পুলিশ সূত্রে খবর, একটি উড়ো ফোন আসে । ফোনে বলা হয়, তিস্তা সেতুতে বোমা রাখা আছে । বোমার সন্ধানে তিস্তা নদীতে নেমে তল্লাশি শুরু হয় । নামানো হয় স্পিড বোটও ।

জেলা পুলিশ সূত্রে খবর, বোমা রাখা আছে এই ফোন আসার পরপরই তারা তৎপর হয় । ময়নাগুড়ি ও জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থানে । আসে CID বম্ব স্ক্য়য়াডও ৷

পুলিশের তরফে তিস্তা সেতুর দুইপাশে RAF ও বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । তিস্তা নদীর সেতুর নিচেও তল্লাশি চলছে । জেলা পুলিশ কোনওভাবেই বিষয়টিকে হালকাভাবে নিতে চাইছে না । অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলওয়ার্ড নিজেই নদীতে নেমে তল্লাশি অভিযানে যোগ দেন । বন্ধ করে দেওয়া হয় তিস্তা সেতুর যান চলাচল ।

পরে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলওয়ার্ড জানান, বম্ব স্ক্যয়াড তল্লাশি অভিযানে নামলেও কিছু উদ্ধার হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details