জলপাইগুড়ি, 13 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর 9 তারিখ থেকে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ ৷ কিন্তু এখনও বেশিরভাগ জায়গায় মনোনয়ন জমা দিতে দেখা যায়নি শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ৷ এমনকী ঘাসফুল শিবিরের তরফে এখনও প্রার্থী তালিকাই ঘোষণা করা হয়নি ৷ অন্য জায়গার পাশাপাশি একই ছবি দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলাতেও ৷ মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে জলপাইগুড়িতেও অনেক এগিয়ে রয়েছে বিরোধী শিবির ৷ তবে বিরোধীদের মধ্যে আবার এক্ষেত্রে বিজেপির পাল্লাই বেশি ভারী সিপিআইএম, কংগ্রেস বা আইএসএফের তুলনায় ৷
12 জুন অর্থাৎ সোমবার বিজেপি জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতের 955টি আসনে, পঞ্চায়েত সমিতির 94টি আসনে ও জেলা পরিষদের 8টি আসনে মনোনয়ন জমা করেছে । সিপিআইএম গ্রাম পঞ্চায়েতের 411টি আসনে, পঞ্চায়েত সমিতির 48টি আসনে মনোনয়ন জমা করলেও জেলা পরিষদের একটি আসনে মনোনয়ন জমা করেনি । জলপাইগুড়িতে সিপিআইএম ও কংগ্রেস জোট ছাড়াই মনোনয়ন জমা করেছে । কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের 64টি আসনে, পঞ্চায়েত সমিতির 5টি আসনে মনোনয়ন জমা করেছে । নির্দল গ্রাম পঞ্চায়েতের 41টি আসনে, পঞ্চায়েত সমিতির 12টি আসনে ও জেলা পরিষদের 8টি আসনে মনোনয়ন জমা করেছে । এ দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা না হলেও দলের হয়ে গ্রাম পঞ্চায়েতের 7 জন, পঞ্চায়েত সমিতিতে এক জন মনোনয়ন জমা করেছেন ।
আরও পড়ুন:পঞ্চায়েতে মনোনয়ন দাখিল করা নিয়ে তৃণমূলের গড়িমসি ও গোপনীয়তা কেন ?
রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি অন্যদিকে সিপিআইএম গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে জেলার সব কটি বিডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ করেছে । সেক্ষেত্রে শাসকদলকে কিন্তু দেখা যায়নি সেভাবে মনোনয়ন জমা দিতে । জলপাইগুড়িতে জেলা বিজেপির পার্টি অফিস থেকেই গেরুয়া শিবিরের প্রার্থীদের কন্ট্রোল রুম করে মনোনয়ন দেওয়ার কাজ করানো হয়েছে । পাশাপাশি প্রত্যেক বিডিও অফিসে দলের নেতারা ভাগ ভাগ করে গিয়ে মনোনয়ন জমা করিয়েছেন দলীয় প্রার্থীদের । তেমনই বিডিও অফিসের সামনে সিপিআইএম অস্থায়ী শিবির করে জেলা সম্পাদক সলীল আচার্য নিজে দাঁড়িয়ে থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা করানোর কাজ করেছেন ।
2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বিস্তর অভিযোগ উঠেছিল ৷ তাদের তরফে দাবি করা হয়েছিল, তৃণমূল মনোনয়ন জমা দিতে বাধার সৃষ্টি করছে ৷ এবারেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে এসেছে ৷ তৃণমূলের তরফে এ বছরের ভোট ঘোষণার আগে দাবি করা হয়েছিল, বিরোধীরা সব আসনে প্রার্থী দিতে পারবে না ৷ তবে এবার দেখা যাচ্ছে উলটো ছবি ৷ শাসকদল এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না ৷ সেক্ষেত্রে বিরোধীরা প্রথম দিন থেকেই ময়দানে কোমর বেঁধে নেমেছে । প্রথম দিনে পঞ্চায়েত নির্বাচনে জেলায় মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত না থাকলেও শনিবার বিরোধীরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিয়েছে ।
আরও পড়ুন:গোঁজ আটকাতে শেষবেলায় মনোনয়ন ! 17 জুনের বৈঠকেই চূড়ান্ত হতে পারে প্রার্থীতালিকা
গত 10 জুন গ্রাম পঞ্চায়েতের 231টি আসনে মনোনয়ন জমা করে বিজেপি । সিপিআইএম 59টি আসনে মনোনয়ন জমা করেছে । কংগ্রেস 8টি আসনে মনোনয়ন জমা করেছে । নির্দল 6টি আসনে মনোনয়ন জমা করে । এ দিকে জেলা পরিষদের তিনটি আসনে বিজেপি মনোনয়ন জমা করেছে । পঞ্চায়েত সমিতির 16টি আসনে মনোনয়ন জমা করে বিজেপি, সিপিআইএম তিনটি ও কংগ্রেস একটি আসনে এবং নির্দল তিনটি আসনে মনোনয়ন জমা করে ।