পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ ময়নাগুড়ি কালী মন্দির , পয়লা বৈশাখে বাড়িতেই পুজোর পরামর্শ - জলপাইগুড়ি

কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আর এই লকডাউনের নির্দেশিকার অন্যতম হল জমায়েত না করা ৷ তাই মানুষ যাতে জমায়েত না করে তার জন্য ময়নাগুড়ির ময়নামাতা মন্দির কর্তৃপক্ষ পয়লা বৈশাখ ও মঙ্গলচণ্ডীর পুজো সহ সব পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

Temple
পুজো বন্ধ

By

Published : Apr 13, 2020, 4:41 PM IST

Updated : Apr 13, 2020, 4:53 PM IST

জলপাইগুড়ি , 13 এপ্রিল : ভিড় এড়াতে এবার পয়লা বৈশাখের পুজো বন্ধ করে দিল ময়নাগুড়ির ময়নামাতা কালী মন্দির কর্ত়ৃপক্ষ ৷ পয়লা বৈশাখে "কালীবাড়িতে এসে নয়। মায়ের নামে নিজের বাড়িতে পুজো দিন" এমনটাই পরামর্শ দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ ।আগামীকাল পয়লা বৈশাখ ও মঙ্গলচণ্ডীর পুজো সহ সমস্ত পুজো বন্ধ করলেন মন্দির কমিটি।


পয়লা বৈশাখের দিন পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ ময়নামাতা কালীমন্দিরে ভিড় করে ৷ পয়লা বৈশাখ ছাড়াও বছরের অন্যান্য সময়েও মন্দিরে লোকজনের আনাগোনা লেগেই থাকে ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ ফলে মন্দিরে জমায়েত বন্ধ করে দেওয়া হয়েছে । এমনকী , আগামীকাল পয়লা বৈশাখের দিন কোনও রকম পুজো মন্দিরে করা যাবে না ৷ পয়লা বৈশাখ ছাড়াও মঙ্গলচণ্ডীর পুজো-সহ অন্যান্য পুজো কাল থেকে বন্ধ রাখা হবে ৷ এই সংক্রান্ত একটি পোস্টার মন্দির কর্তৃপক্ষের তরফে গেটের বাইরে দেওয়া হয়েছে ৷ ওই পোস্টারে মন্দির কর্তৃক্ষের তরফ থেকে মায়ের নামে নিজের বাড়িতে পুজো দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আজ ময়নাগুড়ি ময়নামাতা কালী বাড়ি মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুকুমার সাহা বলেন , আমরা পয়লা বৈশাখের দিন পুজো এবার বন্ধ রেখেছি ।কারণ এখানে পয়লা বৈশাখের দিন প্রচুর মানুষ আসেন । ভোগ দেন । প্রসাদ বিতরণ হয় । আমরা চাই না কোনও রকম ভিড় হোক । আগামীকালও মানুষ ভিড় করত মন্দিরে ৷ তাই যাতে কোনও রকম জমায়েত না হয় , সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মন্দিরে সবাই আসেন নিজের ও পরিবারের ভালোর জন্য প্রার্থনা করতে, পুজো দিতে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সবার মঙ্গলের জন্যই আগামীকাল মন্দিরের সমস্ত পুজো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : Apr 13, 2020, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details