জলপাইগুড়ি ,15 ডিসেম্বর : ২০২১ বিধানসভা নির্বাচনে বিমল গুরুং এর কাঁধে ভর করে আলিপুরদুয়ার এর তিনটি বিধানসভা আসনে বৈতরণী পার করতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রীর সঙ্গে জলপাইগুড়িতে বৈঠকে এসে তৃণমূল নেতা মোহন শর্মা জানান, ২০২১ সালে বিমল গুরুং এর গোর্খা জন মুক্তি মোর্চার সমর্থনে লাভ হবে তৃণমূলের। গত নির্বাচনে বাম, কংগ্রেস ও গোর্খা জনমুক্তি মোর্চার ভোট না পেলে আলিপুরদুয়ার লোকসভা আসনে জন বার্লা জিততে পারতেন না দাবি মোহন শর্মার । তিনি বলেন, "বিমল গুরুং আলাদা দল করেন । তিনি আলাদা দলের নেতা । তিনি এতদিন মনে করেছেন বিজেপিকে সমর্থন করলে তাঁদের দাবি আদায় হবে । সেটা তাঁরা পাননি। বিজেপির মিথ্যাচার তাঁরা বুঝে গেছেন । সেটা বুঝে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে সমর্থন করবেন ।"
বীরপাড়াতে জনসভায় বিমল গুরুং ঘোষণা করেছেন বিধানসভা নির্বাচনে একটি ভোটও বিজেপিকে নয় । বিজেপি তাঁদের ধোকা দিয়েছে। তৃণমূলকে ভোট দিতে হবে । বীরপাড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দাবি নিয়ে কেন্দ্রকে চাপ দেওয়ার কথা তোলেন তিনি। বিজেপি শুধু তাঁদের ব্যবহার করেছেন বলেও দাবি করেন গুরুং ।
আরও পড়ুন :"গুরুং সিলেবাসে নেই", সুকনার সভা থেকে বললেন বিনয় তামাং
আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রে গোর্খা জন মুক্তি মোর্চার সমর্থনে বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা জয়লাভ করেন । লোকসভা নির্বাচনেও গোর্খা জন মুক্তি মোর্চার সমর্থন পেয়ে বিজেপি প্রার্থী জন বার্লা জয়ী হন বলে দাবি মোহন শর্মার। কালচিনি, কুমারগ্রাম, বীরপাড়াতে গোর্খা জন মুক্তি মোর্চার সমর্থক রয়েছে ,সেই জায়গাতে বিজেপি মোর্চার সমর্থন এতদিন পেয়ে আসছে। এবার মোর্চার সমর্থন তৃণমূল পেলে অনেকটাই লাভবান বলে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব । ফের মমতাকে সমর্থন করলেও গোর্খাল্যান্ড আন্দোলন থেকে সরে আসছে না বিমল গুরুং। ফলে তাঁর তৃণমূলকে সমর্থন তৃণমূলের কতটা ভালো করবে তা ভবিষ্যৎই বলবে ।